1. 'ক' নামক এলাকায় মানুষ প্রাকৃতিক সম্পদ ও স্রষ্টার নানা অনুগ্রহ ভোগ করে। কিন্তু একটু সমস্যায় পড়লেই তারা স্রষ্টার সকল অনুগ্রহ অস্বীকার করে বসে। পার্শ্ববর্তী ‘খ’এলাকার কিছু লোক মনে করে, অদৃশ্য বলে কিছু নেই। পৃথিবীতেই স্বর্গ ও নরক। দুঃখ-কষ্ট, প্রাকৃতিক বিপর্যয় বা ভয় ভীতি প্রদর্শন- কোন কিছুতেই তারা তাদের নীতির পরিবর্তনে আগ্রহী নয়।
2. নুরপুর গ্রামে সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন উদ্বিগ্ন। কয়েক দফা প্রশাসনকে জানিয়েও কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এ অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় ও বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে করিম উদ্দীন সাহেব সবাইকে ডেকে চৌর্যবৃত্তি প্রতিরোধের কৌশল নিয়ে পরামর্শ করেন। গ্রামের অধিবাসীরা পালা করে চার গ্রুপে বিভক্ত হয়ে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। উপস্থিত আজহার মিয়া পক্ষে- বিপক্ষে কোনো মতামত না দিয়ে নীরব থাকেন।
3. ধনাঢ্য আহসান চৌধুরী সম্প্রতি এমন একটি ইবাদত সম্পাদন করেন যা সাম্য, সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণ। তাদের সাথে দেখা করতে এসে স্থানীয় মসজিদের খতিব বলেন— ইসলামে প্রকৃত বৈষম্য নিরসনে যথাযথ ক্ষেত্রে অর্থ ব্যয় গুরুত্বপূর্ণ । ইহাও গুরুত্বপূর্ণ ইবাদত। রাসুল (স) এ ধরনের ইবাদতকে সেতুবন্ধ আখ্যায়িত করেছেন।
4. হিজরি ১ম শতকে নতুন নতুন সমস্যা ও ধর্মীয় নানা সম্প্রদায়ের উদ্ভবের ফলে ইসলামি মনীষীগণ সমস্যা সমাধানে অক্লান্ত পরিশ্রম করে অনেক পুস্তক রচনা করেন। তাদের একজন কুফায় জন্ম গ্রহণ করেন। তাকে এ বিষয়ে পথিকৃত বিবেচনা করা হয়। পৃথিবীতে তাঁর ও তাঁর দলের গবেষণার সমর্থক সবচেয়ে বেশি।
5. মাওলানা হাসান শরীফ দীনের দাওয়াত দেওয়ার জন্য এক এলাকা সফরে যান। সেখানে জুমার খুতবায় তিনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের পুরস্কার বিষয়ে এমন একটি স্থানের উদাহরণ দেন যাতে সুস্বাদু ফল- মূল, রং-বেরঙের ফুল, প্রবাহিত ঝর্ণা ও পবিত্র সঙ্গীর মনোমুগ্ধকর সমাহার রয়েছে। তিনি বিদায় কালে যাচাই বাছাই করে একজন লোককে তাঁর প্রতিনিধি বানানোর প্রস্তাব করলে উপস্থিত জনৈক ব্যক্তি বলেন- “সিদ্ধান্তটি ঠিক হয়নি। আমিই প্রতিনিধি হওয়ার যোগ্য।”