1. ঢাকা মেডিকেল কলেজে আগত রাবেয়া করিমের চিকিৎসার কাজে সহযোগিতা করার জন্য মেডিকেল কলেজের কর্মরত একজন কর্মকর্তা এগিয়ে আসেন এবং রাবেয়ার অসুস্থতার ধরন অনুযায়ী মেডিকেল কলেজের নির্দিষ্ট বিভাগে ভর্তির ব্যবস্থা করেন। ভর্তির পাশাপাশি তিনি রাবেয়ার যাবতীয় তথ্য চিকিৎসককে সরবরাহ করেন। কর্মকর্তার এমন সহযোগিতায় রাবেয়া করিম ও তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
3. 'X' সমাজের একটি আদিম মৌলিক প্রতিষ্ঠান। বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়। সন্তান জন্মদান, প্রতিপালন এবং সামাজিকীকরণে এর ভূমিকা অপরিসীম।
4. বাংলাদেশের গ্রামীণ ভূমিহীন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে একটি প্রতিষ্ঠান বিনা জামানতে ঋণ প্রদান করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস। ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসিত বিশেষ অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। আন্তর্জাতিকভাবেও এটির স্বীকৃতি মিলেছে।
5. বাংলাদেশের পল্লি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নের লক্ষ্যে স্বাধীনতা-পরবর্তী সময়ে সমাজসেবা অধিদপ্তরের আওতায় একটি কর্মসূচি চালু হয়। বর্তমানে এটি সফলভাবে দরিদ্র জনোগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিসরে ভূমিকা পালন করছে।