1.
X দেশের
বিহীত মুদ্রার পরিমাণ M=500 একক,
বিহিত মুদ্রার প্রচলন গতি V=10,
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ M1 = 400 একক এবং
ব্যাংক সৃষ্ট মুদ্রা প্রচলন গতি V1= 5,
লেনদেনের পরিমাণ T= 500
3.
নোমান এমন একটি দেশে উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গিয়েছেন যে, এ দেশের সরকার সব সম্পদের মালিক এবং জনগণের উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে সরকার কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করে থাকে। অন্যদিকে নোমানের দেশে উৎপাদক ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণ এর ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। সরকার অর্থনীতির কোন খাতে হস্তক্ষেপ করে না।
5.
দেওয়া আছে,
স্বল্পকাভোগ অপেক্ষক, C = 150 + 0.5Y