Joktibidda 2nd Paper রাজশাহী কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. দৃশ্যকল্প-: বাঘ হলো বিড়াল জাতীয় প্রাণী। এদের গায়ে ডোরা কাঁটা দাগ থাকে

দৃশ্যকল্প-: মানুষ হলো এমন জীব যার বুদ্ধি আছে।

দৃশ্যকল্প-: মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-: বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন।

দৃশ্যকল্প-: রাজশাহী কলেজ ২০১৬, ২০১৭, ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ্যাকিং- প্রথম স্থান অধিকার করেছে। বছরও রাজশাহী কলেজ ্যাকিং- প্রথম হবে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দৃশ্যকল্প-: মি. জাকির শিক্ষার্থীদের বলল, নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় হলো ভালো ফলাফলের কারণ। 

দৃশ্যকল্প-: মি. সুশান্ত বললেন, রাজশাহী কলেজে ভর্তি হওয়াই হলো তার সমৃদ্ধির কারণ।

দৃশ্যকল্প-: আকাশে চাঁদ ওঠায় নদীতে জোয়ার এল চাঁদ নেই, নদীতে ভাটা দেখা দিল। জোয়ার-ভোটার নিয়মটি মাধ্যাকর্ষণ নামক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. প্রমা জুয়েলার্সের ভল্ট খুলে দেখল, সেখানে কোনো স্বর্ণালংকার নাই দোকানের নাইট গার্ড বললেন, আগামীকাল দুর্গাপূজা শুরু হবে। তাই গয়নাগুলো নিজেই দুর্গা মায়ের কাছে চলে গিয়েছে। দোকান মালিক পুলিশকে জানালে তারা এসে ভন্টে লেগে থাকা হাতের ছাপ পরীক্ষা করে অবশেষে পুলিশ প্রকৃত চোরকে ধরতে পারল। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. দৃশ্যকল্প-: পদ্মা নদীতে টাইটানিক নামক পাথর বোঝাই জাহাজটি ডুবে যায়। জাহাজের নাবিকরা সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা করে। পরবর্তীতে ডুবুরিরা জাহাজটি শনাক্ত করে তা উদ্ধার করেন। জাহাজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে দিল। তদন্ত কমিটি কীভাবে কাজ শুরু করবে তা বোঝাতে না পেরে অতিরিক্ত পাথর বোঝাইকে জাহাজডুবির কারণ হিসেবে ধরে নিয়ে তদন্ত কাজ শুরু করল। তদন্ত শেষে জানা গেল, ডুবুচরে আটকে জাহাজের তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে গিয়েছে।

দৃশ্যকল্প-: সুমনা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। বান্ধবীরা বলাবলি করছে যে, সুমনাকে ভূতে ধরেছে। সকলে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার বললেন, সকালে নাস্তা না করার জন্য তার প্রেশার কমে যাওয়ায় সে অজ্ঞান হয়ে গিয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show