1. ঘটনা-১: আনিস সাহেব একজন শিল্পপতি। প্রতিবছর তিনি আয়কর বিবরণী জমা দেন। কিন্তু তিনি তার প্রকৃত আয়ের এক-তৃতীয়াংশ বিবরণীতে উল্লেখ করেন না, এতে সরকার প্রচুর পরিমাণে আয়কর বঞ্চিত হয়।
ঘটনা-২ : রাসেল নবম শ্রেণিতে পড়ে। কিন্তু সে নিয়মিত বিদ্যালয়ে যায় না। বড়দের সালাম দেয় না। বাবার পকেটের টাকা গোপনে সরিয়ে ফেলে।
2. ঘটনা-১ : ছোট দুটি সন্তান রেখে জলিল সাহেবের স্ত্রী মৃত্যুবরণ করেন। অতঃপর দুই পরিবারের সম্মতিতে তিনি স্ত্রীর ছোট বোন পপিকে বিবাহ করেন।
ঘটনা-২ : সড়ক দুর্ঘটনায় রকিব সাহেবের মৃত্যুর পর তার স্ত্রী তানিয়া পরিবারের সম্মতিক্রমে তার স্বামীর ছোট ভাইয়ের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
3. সজল সাহেবের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আছে। আর্থিক অবস্থা ভালো আর আত্মীয়স্বজন বেশী থাকলেও এলাকাবাসীর চোখে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত নন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস টাকা এবং আত্মীয়স্বজনের প্রভাব খাটিয়ে সামনের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে সে জিতবেই ।
4. করিম সাহেব বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করে এদেশে উচ্চ জন্মহারের জন্য অশিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। এ কারণে সরকারের 'সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম' বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে।