History 1st Paper রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনী কর্তৃক ইহুদিদের নৃশংস হত্যাকাণ্ডের পর, ঊনবিংশ শতাব্দীর শেষভাগেইহুদিদের জিয়ন আন্দোলন পুনরায় ব্যাপকতা লাভ করে। ইহুদিরা পুনরায় তাদের নিজেদের আবাসভূমির জন্য সোচ্চার হয়ে ওঠে। তাই ব্রিটিশ পররাষ্ট্র অর্থবিষয়ক মন্ত্রী আর্থার বেলফোরের একটি ঘোষণার মাধ্যমে ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্রের উৎপত্তি হয়। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পূর্বে তা ব্রিটিশ উপনিবেশ ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মার্কিনিরা আঠারো শতকের শেষাংশে এসে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স মিত্রদেশ হিসেবে এগিয়ে আসে। সমরাস্ত্রে সৈন্য দিয়ে মার্কিনিদের সাহায্য করে। ফলশ্রুতিতে আমেরিকা ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে ঠাঁই নেয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দক্ষিণ সুদান আফ্রিকার সুদান রাষ্ট্রে একটি প্রদেশ। দক্ষিণ সুদান খনিজ তেলে সমৃদ্ধ। এখানকার উত্তোলিত তেল বিক্রি করে সুদান রাষ্ট্রের রাস্তাঘাট, স্কুল, কলেজসহ বিভিন্ন অবকাঠামো ভারতে ব্যয় হতো। অথচ দক্ষিণ সুদানের জনগণ তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হতো। তাদের নিজেদের তেমন কোনো উন্নতি হয়নি। ফলে দক্ষিণ সুদানের জনগণ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে। ফলে জাতিসংঘের মধ্যস্থতায় দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতার মধ্যে কালো মানুষের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং এর 'I have a dream' অন্যতম। তিনি ১৯৬৪ খ্রিষ্টাব্দের ২৭ আগস্ট ওয়াশিংটন মেমোরিয়ালে যে বক্তৃতা দেন তাতে আড়াই লক্ষ লোক উপস্থিত ছিল। সাদা-কালোর ভেদাভেদের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার প্রতিবাদী কণ্ঠ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. কানাডায় বহু জাতিগোষ্ঠীর লোক বাস করে। সেখানে প্রথমবারের মতো মুসলিম প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়ে 'কানাডিয়ান মুসলিম পার্টি' নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যদিও কানাডায় অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, যারা মুসলিমদের বিরোধিতা করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show