সমাজকর্ম ২য় পত্র-সমন্বিত বোর্ড (ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল)-২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

DB, MB, RB, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. S বন্ধুদের সাথে মিশে কৌতূহলবশত প্রথমে ধূমপান তারপর অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। বিষয়টির তার বাবা জানতে পারলে তাকে একটি নিরাময় কেন্দ্রে ভর্তি করেন।

RB, CB, Ctg.B, BB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. রিয়াদ বর্তমানে ক্লাসে অমনোযোগী। সে মাঝে মাঝে বিদ্যালয়েও যায় না। শ্রেণিশিক্ষক বিষয়টি উপলব্ধি করে একজন সমাজকর্মীর সাথে পরামর্শ করে। এখন সে পড়াশোনায় মনোযাগী এবং প্রতিদিন বিদ্যালয়ে আসে।

DB, MB, RB, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

DB, MB, RB, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. 'X' একটি সামাজিক আইন। আইনটি বাংলাদেশের নারীদের নিরাপত্তা রক্ষাকবচ হিসেবে পরিচিত। এই আইনটিতে দেনমোহর, বালাক, বাল্যবিবাহ ইত্যাদি সংক্রান্ত ধারা রয়েছে।

DB, MB, RB, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show