সমাজকর্ম ১ম পত্র-সমন্বিত বোর্ড (ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, বরিশাল)-২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

সুমন ও সুজন বাল্যবন্ধু। সুমন উচ্চ মাধ্যমিক পাশ করে একটি মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ডাক্তারি পাস করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সুজন দরিদ্রতার কারণে পড়াশোনা করতে না পেরে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।


DB, MB, RB, Din.B, CB, BB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

ফাতেমা জেসমিন একজন সম্পদশালী ধার্মিক মহিলা। তিনি প্রতিবছর রমজান মাসের প্রথম ভাগে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তিনি বিশ্বাস করেন এর মাধ্যমে সমাজের সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হবে।

DB, MB, RB, Din.B, CB, BB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

১৭৬০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যে ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে একটি যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়। উক্ত পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ ঘটে এবং মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়।

DB, MB, RB, Din.B, CB, BB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় আমল পরিবর্তন হওয়ার পাশাপাশি জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত বহুমুখী সমস্যা সৃষ্টি হয় যা অর্থ ও বস্তুগত সেভার মাধ্যমে সমাধান সম্ভব হচ্ছিল না। শিল্পবিপ্লবোত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় সৃষ্ট এ সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর ও বুদ্ধিবৃত্তিক পেশাদার সেবা কার্যক্রমের প্রয়োজন দেখা দেয়।

DB, MB, RB, Din.B, CB, BB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

DB, MB, RB, Din.B, CB, BB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show