1. রাফাত ইতিহাসের বই পড়ে জানতে পারে যে, 'ক' নামক শাসক একজন বিখ্যাত বিজেতা ছিলেন। তিনি বার বার পার্শ্ববর্তী একটি দেশে সামরিক অভিযান পরিচালনা করেন এবং প্রতিবারই স্বীয় রণ-কৌশল দ্বারা বিজয়ী হন্। অভিযান পরিচালনা করে তিনি যে বিপুল ধন-সম্পদের অধিকারী হয়েছিলেন তা দ্বারা স্বীয় রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেছিলেন। তবে বিজিত এলাকায় তিনি স্থায়ীভাবে কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি।
2. সরকারি শহীদ স্মৃতি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দিনে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের ঘটনা ও পরবর্তীতে এর প্রভাব বিষয়ক আলোচনা করেন। এ আলোচনা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সামাদের মনে গভীর রেখাপাত করলো। ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধায় তার মন অবনত হল এবং একজন বাঙালি হিসেবে ভীষণ গর্ববোধ করল।
3. আব্দুল কাদের তার বাবা ও দাদার স্নেহভাজন ও প্রিয়পাত্র ছিলেন। তাই পিতার মৃত্যুর পর তাকেই রসুলপুরের শাসক নিযুক্ত করা হয়। রসুলপুরের শাসক নিযুক্ত হয়ে আব্দুল বিপদের সম্মুখীন হন। অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি সকল বিপদ কাটিয়ে ওঠেন এবং বিরোধীদের দমন করতে সক্ষম হন। অতঃপর তিনি নতুন নতুন অনেক অঞ্চল দখল করেন। উপরন্তু তিনি স্থাপত্য শিল্পেরও প্রভূত উন্নতি ও বিকাশ সাধন করেন ।
5. আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অধ্যায়নরত। সম্প্রতি সে মধ্যযুগীয় ইতিহাসে ভারতীয় উপমহাদেশ নামক একটি বই কিনেছে । বইটি পড়ে সে জানতে পারে মধ্যযুগে ভারতবর্ষে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে একজন শাসক দিল্লির সিংহাসন অধিকার করেন। যিনি পরবর্তীতে ভারতবর্ষে এক বিশাল সম্রাজ্য গড়ে তোলেন। মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে বসা এই সম্রাটের কৃতিত্ব পড়ে আরিফ অভিভূত হয় ।