উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র চট্টগ্রাম বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

সানি ইলেকট্রনিক্স লিমিটেড LED টিভি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের ৫ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। গত বছরে প্রতিষ্ঠানটির ৪০% টিভি নষ্ট হওয়াতে ফেরত আসে। গ্যারান্টি অনুযায়ী টিভি দিতে না পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। ফলে মামলা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি প্রচুর লোকসানের সম্মুখীন হন। ভবিষ্যতে কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ অবস্থা হতে মুক্তি পেতে চায়। 

Ctg.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

নাটর জেলার লালপুরে '৫০ সদস্যের সংগঠন' খাঁটি গুড় বাজারজাতকরণের সিদ্ধান্ত নেন। এ লক্ষে অত্র এলাকার খেজুর গাছ সমূহ লিজ নেয়।শীত মৌসুমে রস সংগ্রহ করে তাদের কারখানায় গুড় তৈরি করে। টাটকা ও সুস্বাদু হওয়ায় তাদের উৎপন্ন খেজুর গুড়ের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। এ প্রতিষ্ঠানটির সফলতার আশেপাশের ব্যবসায়ীরা অনুরূপ কারখানা গড়ে তুলতে উৎসাহিত হচ্ছে। 

Ctg.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মুকুল অ্যান্ড ব্রাদার্স বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও বিপণন করে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি খুব একটা সুবিধা করতে পারছে না। সম্প্রতি প্রতিষ্ঠানটি কৃষকদের উৎপাদন ব্যয় ও অপচয় কম হবে এমন একটি যন্ত্র তৈরি করেছে। যন্ত্রটির মাধ্যমে একসঙ্গে ধান কাটা, মাড়াই ও রোপণ করা যাবে। মুকুল অ্যান্ড ব্রাদার্স যন্ত্রটি দ্রুত তৈরি করে ক্রেতাদের হাতে দিতে চাইছে।

Ctg.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জনাব এনামুল ৫০ লক্ষ টাকা ব্যয়ে 'সান্তনা ডায়াগনস্টিক' নামে ৫ তলাবিশিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেন। তিনি তার সেন্টারে ১ কোটি টাকার রোগনির্ণয় যন্ত্রপাতি কেনেন। কর্মকর্তা, নার্স এবং টেকনিশিয়ান হিসেবে ২৫ জন ব্যক্তি নিয়োগ দেন। রোগীর চাহিদা বাড়ায় তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। জনাব এনামুলের ধারণা রোগী বাড়লে তিনি পরীক্ষা-নিরীক্ষা ফিস কমাতে পারবেন।

চট্টগ্রাম বোর্ড ২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. নিচে ক ও খ দুইটি দেশের বিভিন্ন তথ্য দেওয়া হলো:

বিবরণ

ক দেশ (ডলার)

খ দেশ (ডলার)

মোট জাতীয় উৎপাদন

অবচয়

হস্তান্তর পাওনা

সরকার কর্তৃক অর্জিত মুনাফা

পরোক্ষ কর

সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকি

২২০০

১০০

৮০

১৪০

১৩০

২৫০

১৮০০

১০০

৭০

১৩০

১২০

১২০

মোট জনসংখ্যা

৪ কোটি

২ কোটি

Ctg.B 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show