অর্থনীতি ১ম পত্র যশোর বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

লামিয়া এবং ফারিয়া দুটি ভিন্ন দেশে বাস করেন। লামিয়ার দেশে কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। কিন্তু ফারিয়ার দেশে কেন্দ্রীয় পরিকল্পনার পাশাপাশি বেসরকারি উদ্যোগ ও লক্ষ্য করা যায়।

JB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

মৌসুমী শারমিন বেতন পেয়ে ১০ হাজার টাকা জমা দিয়ে ক ব্যাংকে একটি হিসাব খুললন। ব্যাংকের ম্যানেজার তাকে বললেন যে, খ ব্যাংকের নির্দেশে তাদেরকে আমানতের ১০% অর্থ রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। অবশিষ্ট টাকা বহুগুণ ঋণ সৃষ্টির মাধ্যমে তারা ঋণ দিতে পারে। তবে খ ব্যাংক বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে ক ব্যাংকের ঋণদান প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে।

JB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

চাহিদা সমীকরণ, Qd = 16 - 4P

যোগান সমীকরণ, Qs = -2 + 2P

এখানে P= দ্রব্যের দাম, Qd = চাহিদার পরিমাণ, Qs = যোগানের পরিমাণ।

JB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

কোন দেশে কোন নির্দিষ্ট বছরে মোট ভোগ ব্যয় (C) = ৬৫০ মিলিয়ন টাকা, বিনিয়োগ ব্যয় (i) 275 মিলিয়ন টাকা, সরকারি ব্যয় (G) ৩৫০ মিলিয়ন টাকা। অর্থনীতিতে মোট রপ্তানি আয়ে (X) ১৫০ মিলিয়ন টাকা এবং আমদানি ব্যয় (M) ১২৫ মিলিয়ন টাকা।

JB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

JB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show