Marketing 2nd Paper শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. জনাব জার্সিস যশোরের গ্রাম গঞ্জ থেকে খেজুরের রস সংগ্রহ করেন। নিজে দাঁড়িয়ে থেকে ভেজালমুক্ত নলেন গুড় তৈরি করেন। অনলাইনে ফেসবুক পেজ খুলে হালাল ফুড প্রোডাক্ট নামে ব্যবসা শুরু করেন। ক্রেতা ভেজালমুক্ত গুড় পেয়ে খুশি। এতে তার বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তারা গুড়ের পাশাপাশি গাইবান্ধার দানাদার ঘি তৈরি করছেন এটাও খুবই ভালো মানের হওয়াতে ব্যবসায় এখন সম্প্রসারিত হচ্ছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ময়মনসিংহ শিক্ষা নগরী তার বিভিন্ন অঞ্চল থেকে এখানে লেখাপড়া করতে আসে তাই এখানে মেসে প্রচুর ছেলেমেয়েরা থাকে। এবং ময়মনসিংহ এ  ১৪-১৫ বছর বয়সের ছেলে মেয়ে বেশি। তাই এখানে মিসেস রাইয়ানা একটি মেয়েদের পোশাক বাড়ানোর দোকান দেন এখানে তিনজন মেয়েকে কাজে রাখেন। যারা সেলাই করতে পারে। তার দোকানে একটি সাইনবোর্ড লাগান যেখানে লেখা মেয়েদের কলেজের পোশাক সহ কামিজ সালোয়ার বানানো হয় সুলভ মূল্যে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জনাব কাজল গোয়ালন্দঘাট থেকে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ সংগ্রহ করেন। তারপর তিনি নিজ গাড়িতে করে ময়মনসিংহ বাজারে বিক্রি করেন। তার নিজস্ব সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে তিনি ছোট বড় মাথার এই সব মাছ একই দামে বিক্রি করেন। এতে তিনি কাঙ্খিত মুনাফা অর্জন ব্যর্থ হন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. "জহির ফুডস" আমের জুস তৈরি করে "ফ্রেশ হালাল জুস" নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। কিছু মিনি স্যাম্পল তৈরি করে কিছু টার্গেট ক্রেতাদের বিনামূল্যে বিতরণ করে। জহির ফুডস অটোরিক্সার পেছনে তাদের জুসের বিজ্ঞাপন দিয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show