ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র সকল বোর্ড ২০১৮

প্রশ্ন ১১·সময় ১ ঘণ্টা ৪০ মিনিট

1. ঋণের আধিক্য ও স্বল্পতা উভয়ই দেশের জন্য ক্ষতিকর। উভয় অবস্থায় দেশের উৎপাদন, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঋণ নিয়ন্ত্রণ আবশ্যক। সরকার একটি ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়। ব্যাংকটি সুদের হার বাড়িয়ে-কমিয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফলে দেশে ঋণ নিয়ন্ত্রণে কার্যকর প্রভাব লক্ষ করা যাচ্ছে।

সকল বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. অগ্রগতি' নামে একটি লঞ্চ পদ্মা নদীতে ডুবে যায়। লঞ্চটির মালিক লঞ্চটির মূল্য ৫০ লাখ টাকা নির্ধারণ করে বিমা করেছিলেন। লঞ্চটির মালিক বিমা দাবি পেশ করেন। বিমা প্রতিষ্ঠান দাবির যৌক্তিকতা বিবেচনা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। উদ্ধারকৃত লঞ্চটি বিমা প্রতিষ্ঠান দাবি করায় লঞ্চ মালিক তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা দিতে বাধ্য হয়।

সকল বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জনাব শিহাব পারভেজ তার গুদামের মালামালের প্রকৃত মূল্য ৫০ লক্ষ টাকার স্থলে ৪০ লক্ষ টাকা স্থির করে বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্ত অনুযায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা ও অবকাঠামোগত সংস্কারের কথা থাকলেও জনাব শিহাব পারভেজ গুরুত্ব দেননি। অবহেলার কারণে গুদামের মালামাল অগ্নিকান্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জনাব শিহাব পারভেজ বিমা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা প্রতিষ্ঠান তা প্রত্যাখান করে।

সকল বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জনাব আরমান একজন ব্যবসায়ী। তিনি জুতার কারখানা স্থাপনের লক্ষ্যে X ব্যাংক লি. নামক একটি বাণিজ্যিক ব্যাংকের কাছে ১৫ বছর মেয়াদি ৫ (পাঁচ) কোটি টাকা ঋণের আবেদন করলে ব্যাংক তা দিতে অসম্মতি জানায়। এতে তিনি ব্যাংকটির উপর ক্ষুব্ধ হন এবং অন্য একটি ব্যাংকে ঋণের আবেদন করেন।

সকল বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. কবির ও মামুনের কর্ণফুলী ব্যাংকে হিসাব আছে। ব্যাংক তাদের দুটি প্লাস্টিক কাঙ দেয়। তারা শপিংমলে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করতে সক্ষম হন। এক্ষেত্রে কবিরের ব্যাংকে হিসাবে টাকা থাকলেও মামুনের ব্যাংক হিসাবে টাকা ছিল না।

সকল বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show