ইতিহাস ২য় পত্র-সমন্বিত বোর্ড (ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল )-২০২২

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. উনিশ শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ংকর আকার ধারণ করে। এমনি এক সময়ে একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বে, এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হয়।

DB, MB, Din.B, CB, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের একটি বিপ্লব ইউরোপের অনেক দেশের পণ্য উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে দেয়। উৎপাদিত পণ্য-সামগ্রীর বাজার দখলকে কেন্দ্র করে উপনিবেশবাদের উত্থান ঘটে। উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদ অতঃপর উগ্র জাতীয়তাবাদ এবং পরিশেষে যুদ্ধের ভয়াবহতায় মেতে ওঠে সারা বিশ্ব।

DB, MB, Din.B, CB, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মিয়ানমারের স্বৈরশাসক থান শোয়ে ক্ষমতা দখল করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করেন। তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করেন। সরকারবিরোধী সব পত্রিকা বন্ধ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন।

DB, MB, Din.B, Ctg.B, SB, BB 22; All.B 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. ভারত উপমহাদেশে সম্রাট আকবর রাজ্য জয় করে যেমন। খ্যাতি অর্জন করেছিলেন ঠিক তেমনি বিভিন্ন নীতি প্রণয়ন ও জনকল্যাণমূলক সংস্কার করে প্রসিদ্ধ হয়েছিলেন।

DB, MB, CB, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. রাদিআহ্-রাজ দুই ভাইবোন। বাবার বিশাল সম্পত্তি তারা ভাগ করে নেয়। কিন্তু কিছুদিন পর তাদের মধ্যে গোলমাল শুরু হলে। তারা আলাদা বসবাস শুরু করে এবং বাড়ির মাঝ বরাবর একটি প্রাচীর নির্মাণ করে। কেউ কারো মুখ পর্যন্ত দর্শন করে না। এভাবে দিন যায়। একদিন তারা তাদের ভুল বুঝতে পারে ও বাড়ির প্রাচীর ভেঙে দিয়ে পূর্বের ন্যায় একত্রে বসবাস শুরু করে।

DB, MB, Din.B, Ctg.B, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show