হিসাববিজ্ঞান ২য় পত্র রাজশাহী বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

স্টার সিরামিক কোম্পানি লি. প্রতিটি ২০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১০,০০,০০০ টাকা মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি ৪০,০০০ শেয়ার ১০% অবহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মোট ৪৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়া হলো ।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

২০২০ সালের জানুয়ারি মাসের নিচের তথ্যগুলো হেরা ট্রেডার্সের হিসাব বহি হতে সংগ্রহ করা হয়েছে :

জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০০ কেজি ১০ টাকা দরে ।

৫ ক্রয় ৫০০ কেজি ১২ টাকা দরে।

১০ বিক্রয় ৭০০ কেজি।

২০ ক্রয় ৪০০ কেজি ১৩ টাকা দরে ।

২৭ বিক্রয় ৬০০ কেজি। 

৩০ পরিবহনে বিনষ্ট ২০ কেজি। (২০ তারিখে ক্রয়কৃত)


RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

উভয় কোম্পানির গড় মজুদ পণ্যের পরিমাণ ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ২৭,৫০০ টাকা।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

তীর্থ লিমিটেডের অনুমোদিত মূলধন ৫,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ ৩,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের জন্য বিবরণপত্র বিলি করে। মোট টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি মূলধন সংগ্রহের জন্য ৩,৫০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। অতিরিক্ত ৫০০ শেয়ার আবেদনের টাকা ফেরত দেয়া হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ৫,০০০ টাকা এবং অবলেখকের কমিশন ১০,০০০ টাকা চেকে পরিশোধ করা হলো।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

সমন্বয়সমূহ : (১) সমাপনী মজুদের ক্রয়মূল্য ১০,০০০ টাকা, কিন্তু বাজারমূল্য ২০% কম; (২) নির্দাবি লভ্যাংশের ৫০% অবলোপন কর; (৩) শেয়ার মূলধনের ওপর ৫% হারে লভ্যাংশ প্রস্তাব করতে হবে; (৪) সাধারণ সঞ্চিতি তহবিল সৃষ্টি করতে হবে ৮,০০০ টাকা; (৫) বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা যা বিক্রয় হয়েছে কি না নিশ্চিত হয়নি যার ক্রয়মূল্য ৬,০০০ টাকা ।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show