কৃষিশিক্ষা ১ম পত্র রাজশাহী বোর্ড ২০২৩

প্রশ্ন ·সময় ১৫ মিনিট

1. পাট বাংলাদেশের প্রধান আঁশজাতীয় ফসল। পৃথিবীর মোট বস্ত্র চাহিদার সিংহভাগ পূরণ হয় অপর একটি আঁশ জাতীয় ফসল থেকে। অপর আঁশজাতীয় ফসলটির অনুমোদিত জাতগুলোর একটি হলো ডেল্টাপাইন-৯০। এ ফসলের ক্ষতিকর পোকাগুলোর মধ্যে বোলওয়ার্ম অন্যতম। উন্নত জাত নির্বাচন, সুষম মাত্রায় সার প্রয়োগ, রোগ-পোকা দমনসহ সঠিকভাবে আন্তঃপরিচর্যার মাধ্যমে এ ফসলের ভালো ফলন পাওয়া সম্ভব।

MB, RB, Din.B, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. আব্দুল কুদ্দুস একজন ধানচাষী। তার দুই খণ্ড জমি আছে, কিন্তু তিনি সেখানে ধানের আশানুরূপ ফলন পাচ্ছেন না। এ বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি কুদ্দুসের জমির মাটি পরীক্ষা করে দেখেন যে, প্রথম খণ্ডের মাটির অম্লমান ৫.০ এবং দ্বিতীয় খণ্ডের মাটির অম্লমান ৮.৫। কৃষি কর্মকর্তা কুদ্দুসকে তার জমির মাটি সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিলেন।

MB, RB, Din.B, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

MB, RB, Din.B, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের চিত্রগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

MB, RB, Din.B, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. রুপমদের বসতবাড়ির আম গাছগুলোতে এ বছর প্রচুর আম ধরেছিল। আমগুলো যখন মোটামুটি বড় হয় তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের বেশির ভাগ আম ঝরে পড়ে। রূপমের মা সেসব কাঁচা আম প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করেন এবং সারাবছর ধরে ব্যবহার করেন।

MB, RB, Din.B, BB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show