Physics is Lit! 🔥- 1

প্রশ্ন ·সময় ৪০ মিনিট

1. “Star Wars: A New Hope” মুভিটিতে Luke Skywalker ‘Death Star’ নামক স্পেসশিপ ধ্বংস করে। মনে কর, ‘Death Star’একটি গোলকাকৃতির স্পেসশিপ যার ভর সর্বত্র সমভাবে বিন্যস্ত। ‘Death Star’ এর ভর M = 1021 kg এবং ব্যাসার্ধ R= 667 kmDeath Star’ ধ্বংস হওয়ার পর কতটুকু শক্তি নির্গত হবে তা নির্ণয় কর।

ধরে নাও, বিস্ফোরণের আগে সকল শক্তি Death Star’ এর মহাকর্ষীয় বিভব শক্তি হিসেবে জমা ছিল এবং বিস্ফোরণের পর, স্পেসশিপের অবশিষ্ট টুকরাগুলো খুবই ছোট এবং পরস্পর থেকে অসীম দূরত্বে থাকবে।

.

In the movie “Star Wars: A New Hope”, Luke Skywalker blows up the ‘Death Star’. Assume that the ‘Death Star’ is a perfectly spherical spaceship with uniform mass distribution. The mass of ‘Death Star’ M= 1021 kg and the radius R= 667 km. Estimate the amount of energy that was released when the ‘Death Star’ was destroyed.  

Assume that initially all the energy was stored as the gravitational potential energy of the ‘Death Star’ and that after the explosion, the remaining parts of the spaceship are infinitesimally small and infinitely far from each other.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show