হিসাববিজ্ঞান ২য় পত্র রাজশাহী বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. নুসরাত, আফরিন ও বৃষ্টি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩ : ২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অংশীদার চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করে মাসিক বেতন পাবে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে ৮,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা উত্তোলন করে। ২০১৮ সালের ১ জুলাই তারিখে বৃষ্টি ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন এবং আফরিন ১৫,০০০ টাকা ঋণ হিসাবে কারবারে

সরবরাহ করে। আফরিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয়সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট লাভ ১,২০,০০০ টাকায় উপনীত হয়।

RB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব আবির একজন আসবাবপত্র প্রস্তুতকারক। তিনি ৫০০টি চেয়ার তৈরির জন্য নিম্নোক্ত ব্যয়গুলো নির্ণয় করেছেন:

কাঠ ক্রয়                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~১০,০০,০০০ টাকা

কাঠের পরিবহন খরচ                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~৫০,০০০ টাকা

কারখানা উপরিব্যয় (প্রত্যক্ষ ব্যয়ের)             ~~~~~~~~~~~~~৩০%

শ্রমিকের মজুরি                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~৩,০০,০০০ টাকা

বিক্রয় ও বিতরণ খরচ                     ~~~~~~~~~~~~~~~~~~~~~৫০,০০০ টাকা

অফিস ও প্রশাসনিক উপরিব্যয়             ~~~~~~~~~~~~~৭০,০০০ টাকা

RB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মৈত্রী লিমিটেড - এর অনুমোদিত মূলধন ২৫,০০,০০০ টাকা। এ অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ শেয়ারে বিভক্ত।

অন্যান্য তথ্য: i. সমাপনী মজুদ পণ্যের মূল্য ১,৬০,০০০ টাকা যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য ৫,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। ii. অর্ন্তবর্তীকালীন লভ্যাংশসহ

১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। iii. সঞ্চিতি তহবিল ৯০,০০০ টাকায় উন্নীত করতে হবে। iv. দায় গ্রাহকের কমিশন ৫০% অবলোপন করতে হবে।

RB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. ওরিয়ন লিমিটেড-এর ২০১৮ বিক্রয় ও অন্যান্য তথ্যাবলি নিচে দেওয়া হলো:

RB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. সৃজনী স্মৃতি সংঘ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিম্নোক্ত প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো---

অন্যান্য তথ্যাবলি: ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ১০% - বিনিয়োগ ৪০,০০০ টাকা। ii. বেতনের ১,০০০ টাকা বিগত বছরের জন্য পরিশোধ করা হয়েছে কিন্তু চলতি বছরের বেতন ২,০০০ টাকা এখনও অপরিশোধিত আছে। iii. ছাপা ও মনিহারি খরচ ৫০০ টাকা বকেয়া আছে, কিন্তু সাধারণ খরচাবলি ৮০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। iv. চলতি বছরের চাঁদা এখনও ৪,০০০ টাকা আদায় হয়নি। v. দালানকোঠার উপর ৫% এবং আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করো।

RB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show