হিসাববিজ্ঞান ১ম পত্র রাজশাহী বোর্ড-২০১৬

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা

1. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে যমুনা ট্রেডার্স-এর নগদান বইতে ২৬.৫০০ টাকা উদ্বৃত্ত দেখা গেল; কিন্তু ঐ একই তারিখে পাস বইয়ের উদ্বৃত্ত নগদান বইয়ের উত্ত উদ্বৃত্তের সমপরিমাণ হলো না। এ সম্পর্কে যথারীতি নিরীক্ষা করার পর নিম্নলিখিত গরমিলগুলো বের হয়:

i. পরিশোধের জন্য ইস্যুকৃত মোট ১০,০০০ টাকার চেকের মধ্যে ৬,৫০০ টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।

ii. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি।

iii. ২,৫০০ টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি।

iv. ৫,০০০ টাকার প্রাপ্য বিল ৪,৮০০ টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে প্রাপ্য বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে।

v. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২৫০ টাকা ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।

RB 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সুমন ট্রেডার্স-এর রেওয়ামিলটি নিম্নে প্রদত্ত হলো:

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৫

অন্যান্য তথ্য: ১. সমাপনী মজুদ পণ্য ৪৫,০০০ টাকা মূল্যায়নের পর ৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। ২. বিজ্ঞাপনের '১/ অংশ অবলোপন করো। ৩. প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। ৪. আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করো।

RB 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. হানিফ ট্রেডার্স-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ:

প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ টাকা

হাতে নগদ ৫,০০০ টাকা

প্রদেয় হিসাব ১৪,০০০ টাকা

সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা

মূলধন ১,০৫,৫০০ টাকা

কলকব্জা ৬৮,০০০ টাকা

উত্তোলন ৭,০০০ টাকা

বিক্রয় ৮০,০০০ টাকা

ব্যাংক জমা (১-১-২০১৫) ৩,০০০ টাকা

প্রদেয় বিল ১,০০০ টাকা

শিক্ষানবিশ ভাতা ৩,০০০ টাকা

বিক্রয়ের ওপর বাট্টা ৫০০ টাকা

বকেয়া বেতন ৮০০ টাকা

ঋণের সুদ ১,৮০০ টাকা

বহিঃফেরত ১,৫০০ টাকা

পণ্য ক্রয় ৭০,০০০ টাকা

ব্যাংক জমাতিরিক্ত ২,৫০০ টাকা

প্রাপ্য হিসাব ৩,৫০০ টাকা

RB 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. হাবিব ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি, ২০১২ সালে ৪,৯০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। কোম্পানি প্রত্যাশা করে মেশিনটি মোট ১৮,০০০ ঘণ্টা ব্যবহার করা যাবে। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ৪০,০০০ টাকা। মেশিনটি ২০১২ সালে ২,৫০০ ঘণ্টা, ২০১৩ সালে ২,৮০০ ঘণ্টা, ২০১৪ সালে ৩,২০০ ঘণ্টা এবং ২০১৫ সালে ৩,৫০০ ঘণ্টা ব্যবহার করা হয়েছিল।

RB 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. বাবুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ৬০০ টাকা। ২০১৫ সালের জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল ৪৫০ টাকা। জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ:

২০১৫

জুলাই ১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি।

জুলাই ৩ কাগজ ও কলম ক্রয় ৫০ টাকা।

জুলাই ৫ ডাক টিকিট ক্রয় ৩০ টাকা।

জুলাই ৯ পিয়নকে বখশিস প্রদান ২০ টাকা।

জুলাই ১৫ রিকশা ভাড়া ৪০ টাকা।

জুলাই ২০ মনিহারি দ্রব্য ক্রয় ৭০ টাকা।

জুলাই ২৫ টেলিগ্রাম বাবদ ব্যয় ৮০ টাকা।

জুলাই ২৮ বাস ভাড়া প্রদান ৬০ টাকা।

RB 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show