হিসাববিজ্ঞান ২য় পত্র সমন্বিত বোর্ড ( রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল )- ২০১৮

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. হালদা লিমিটেড থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিচের তথ্যাবলি গৃহীত হয়েছে :

বিবরণ

টাকা

নিট মুনাফা

৩৫,০০০

সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি

১৩২০০০

প্রাপ্য হিসাব বৃদ্ধি

৩৮,০০০

লভ্যাংশ বাবদ প্রদান

২৬,৮০০

যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ

১৩,০০০

যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি

১,০২,০০০

অবচয় খরচ

১৫,০০০

নগদে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্রয়

২,১০,০০০

প্রদেয় খরচ বৃদ্ধি

১৫,০০০

ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি

২,৯০,০০০

অগ্রিম খরচ হ্রাস

৮,০০০

মজুদ পণ্য বৃদ্ধি

১২,০০০

সুনামের অবলোপন

১৮,৫০০

RB, CB, Ctg.B, BB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. বাটা কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন ৯,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৯,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ :

হিসাবের নাম

ডেবিট (টাকা)

ক্রেডিট (টাকা)

শেয়ার মূলধন (৬,০০০ শেয়ার)

৬,০০,০০০

নিট লাভ (৩১-১২-১৭)

১,০৫,০০০

আসবাবপত্র

১,৩৫,০০০

সাধারণ সঞ্চিতি

১,১২,৫০০

দালানকোঠা

২,৮৯,৫০০

আয়কর

২২,৫০০

আয়কর সঞ্চিতি

১৮,০০০

সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত (০১-০১-১৭)

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (০১-০৭-১৭)

২২,৫০০

প্রাপ্য হিসাব

২৫,০০০

প্রদেয় হিসাব

১,২০,০০০

প্ৰাপ্য নোট

৫০,০০০

ব্যাংক জমা

১,৩৬,৫০০

নগদ তহবিল

২,৭৭,৫০০

সমাপনী মজুদ পণ্য

৫৭,০০০

১০,১৫,৫০০

১০,১৫,৫০০

সমন্বয়সমূহঃ ১. শেয়ার মূলধনের উপর ৬.২৫% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। নিট লাভের ১৫,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে এবং ১২,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। ৩. নোমানের নিকট পাওনা ৭,৫০০ টাকা প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত; অপরপক্ষে তার পাওনা ৯,০০০ টাকা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে।

RB, CB, Ctg.B, BB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. লুসাই ফার্নিচারের নিম্নোক্ত তথ্য উৎপাদন ব্যয় বিভাগ সরবরাহ করে : কাঠ ক্রয় ৪,৫০,০০০ টাকা, তারকাঁটা ক্রয় ১৫,০০০ টাকা, আইকা ক্রয় ৬,০০০ টাকা। কাঠমিস্ত্রীর মজুরি ৯৫,০০০ টাকা, কারখানা উপযোগ খরচ ৯,০০০ টাকা, কারখানা ভাড়া প্রদান ১৪,০০০ টাকা, শোরুম ব্যবস্থাপকের বেতন ৩২,০০০ টাকা, অফিস উপযোগ খরচ প্রদান ১৭,০০০ টাকা, শোরুমের ভাড়া প্রদান ২৮,০০০ টাকা, অফিস স্টাফদের বেতন ৩৬,০০০ টাকা, ডিজাইন বাবদ ব্যয় ৮,০০০ টাকা, স্পিরিট ও গালা ক্রয় ১৫,০০০ টাকা।

RB, CB, Ctg.B, BB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জাওয়াদ, নাসিফ ও নবীন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জাওয়াদ ৫,০০০ টাকা (ক্রেডিট), নাসিফ ২,৫০০ টাকা (ডেবিট), নবীন ৩,৭০০ টাকা (ক্রেডিট)। সম্ভাব্য লাভের আশায় জাওয়াদ ও নাসিফ ব্যবসায় থেকে প্রতি মাসের শুরুতে ৮০০ টাকা ও ৫০০ টাকা এবং নবীন প্রতি মাসের শেষে ৭০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জাওয়াদ ব্যক্তিগত ব্যবহারের জন্য ৫,০০০ টাকার পণ্য ব্যবসায় হতে উত্তোলন করে যা হিসাব বইতে লিখা হয়নি। নাসিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে ১,২০০ টাকা করে বেতন পায় । মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক ৬% সুদ ধার্য করা হয়। তারা যথাক্রমে ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে মুনাফা ও ক্ষতি বণ্টন করে নেয়। উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫৪,৮০০ টাকা।

RB, CB, Ctg.B, BB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. আশরাফ কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৮,০০,০০০ শেয়ারে বিভক্ত ৮০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ৬,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচার পত্র বিলি করল, কোম্পানি মোট ৭,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পেল। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.১০ টাকা অবলেখকের কমিশন ও ০.০৬ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো।

RB, CB, Ctg.B, BB 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show