হিসাববিজ্ঞান ২য় পত্র সমন্বিত বোর্ড (ঢাকা, দিনাজপুর, যশোর,সিলেট )- ২০১৮

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. মলয় লিমিটেডের মার্চ মাসের মজুদ পণ্য এবং কারখানায় ইস্যুকরণের উদ্দেশ্যে ক্রীত ও ইস্যুকৃত মালের তথ্য নিম্নে উপস্থাপন করা হলো :

২০১৭

মার্চ ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০০ একক @ ৯ টাকা ।

" ৪ ক্রয় ৮০০ একক @ ১০ টাকা।

" ১০ ইস্যু ৮০০ একক।

" ১৬ ক্রয় ১,২০০ একক @ ১২ টাকা ।

" ১৯ সরবরাহকারীকে ফেরত ২০০ একক

" ২৫ ইস্যু ৮০০ একক ।

" ২৮ কারখানা থেকে ফেরত ২০০ একক।

" ৩১ ঘাটতি ২০০ একক।

ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ABC লি.-এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :

মুনাফা বিক্রয়ের ওপর ২৫%।

ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. X, Y এবং Z একটি ফার্মের অংশীদার। তারা ব্যবসায়ের লাভ- লোকসান ২ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তাদের মূলধন ছিল x এর ৬০,০০০ টাকা, Y এর ৪৫,০০০ টাকা এবং Z এর ৩০,০০০ টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য X ৩,০০০ টাকা বেতন পাবে । মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে; কিন্তু উত্তোলনের ওপর সুদ ধার্য হবে না। বছরে X, Y ও z এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। মূলধনের ওপর সুদ এবং X এর বেতন ধার্য করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যবসায়ের নিট মুনাফা পাড়ায় ৬৯,৬০০ টাকা। ১ জুলাই ২০১৭ তারিখে X ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে ।

ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. লিপিকা এন্ড কোং লি. প্রতিটি শেয়ার ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ১০% অবহারে ৩,০০০ শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি ৩,৫০০ শেয়ারের জন্য আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়।

ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিশ্বাস এন্ড কোং লি.-এর রেওয়ামিল সংক্রান্ত তথ্য নিম্নে প্রদত্ত হলো :

সমন্বয়সমূহ : (i) অফিস সরঞ্জাম ও কলকব্জার উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। (ii) মজুরি বকেয়া ৪,০০০ টাকা। (ii) সমাপনী মজুদ পণ্য ৬০,০০০ টাকা । (iv)বিমা খরচ ৪ মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে।

ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড ২০১৮
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show