যুক্তিবিদ্যা ২য় পত্র কুমিল্লা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. সজল জীব শ্রেণিকে যৌক্তিক বিভাগ করতে বললে কাজল নিম্নরূপে জীব শ্রেণিকে বিভক্ত করে—

সজল এই বিভাগটিকে সঠিক নয় বলে দাবি করে এবং বলে, জীব হলো মানুষ, পশু, পাখির সমষ্টি ।

CB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-১: ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যার ফলে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর কারণ হিসেবে সেখানকার ধর্মপ্রাণ মানুষেরা বলেছেন, দেবতার অসন্তুষ্টির কারণে এমনটি হয়েছে।

দৃশ্যকল্প-২: সলিল রবিকে চন্দ্রগ্রহণের ব্যাখ্যা করতে গিয়ে বললো যে, সূর্য, পৃথিবী ও চাঁদ নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করার সময় যখন একটি সমান্তরাল রেখায় এসে পড়ে, তখনই পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদকে অতিক্রম করতে হয় বলে চন্দ্রগ্রহণ হয়।

CB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দৃশ্যকল্প-১: জলিল হয় মরণশীল

করিম হয় মরণশীল

শ্যামল হয় মরণশীল

কমল হয় মরণশীল

\therefore সকল মানুষ হয় মরণশীল।

দৃশ্যকল্প-২: এ যাবৎ যত টিয়া পাখি দেখেছি সবই সবুজ

অন্য রঙের কোনো টিয়া পাখি দেখিনি

\thereforeসব টিয়া পাখি হয় সবুজ।

CB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. রুমি তার পিইসি পরীক্ষার পর বাবা-মায়ের সাথে সিলেট বেড়াতে গেল। পাহাড়ে ঘোরার সময় সে দেখল পাহাড়ের পাদদেশ থেকে পানি প্রবাহিত হচ্ছে। সে পানির উৎস খুঁজতে গিয়ে পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখল পাহাড়ের চূড়া থেকে পানি প্রবাহিত হচ্ছে। তখন রুমি তার বইয়ের জ্ঞান অনুসারে বুঝতে পারলো এটি একটি ঝরণা।

দৃশ্যকল্প-২:

ABCD চতুর্ভুজের AB = CD, AD = BC .. ABCD একটি আয়তক্ষেত্র।

CB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
5.

দৃষ্টান্ত

পূর্ববর্তী ঘটনা (কারণ)

পরবর্তী ঘটনা (কার্য)

১ম

ABC

MNO

২য়

ADE

MKH

৩য়

AIR

MST

A হলো M এর কারণ

CB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show