হিসাববিজ্ঞান ১ম পত্র যশোর বোর্ড -২০১৭

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. ২০১৬ সালের জুলাই মাসে সান কোম্পানির সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ : জুলাই ১ প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ।

জুলাই ১ প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ।

" ৩ তাজুল ইসলামের নিকট হতে ১০% বাট্টায় ৬,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।

" ৫ নগদে মাল বিক্রয় ১০,০০০ টাকা।

" ১০ ব্যাংকে নগদ জমা দেয়া হলো ২০,০০০ টাকা।

" ১৬ ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

" ২০ ব্যবসায়ে মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন ৫,০০০ টাকা।

" ২৪ মির্জা স্টোর্স হতে ৩,০০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ২,৮০০ টাকা প্রাপ্তি ।

" ২৬ আসবাবপত্রের অবচয় ধরা হলো ১,০০০ টাকা।

" ২৮ চেক মারফত ১৫,০০০ টাকা শাকিলকে পরিশোধ করে ৩০০ টাকা বাট্টা পাওয়া গেল ।

" ৩০ বেতন নগদে ১২,০০০ টাকা এবং ভাড়া ঢেকে পরিশোধ ৬,০০০ টাকা।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. নিটল কোম্পানি ১ জানুয়ারি, ২০১১ সালে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় ৬০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৯০,০০০ টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জনাব অরিনের ডিসেম্বর ৩১, ২০১৬ সালের রেওয়ামিলটি নিম্নরূপ :

অতিরিক্ত তথ্য : (i) সমাপনী মজুদ ১,২০০ টাকা। (ii) বকেয়া ভাড়া খরচ ১০০ টাকা। (iii) যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করো। (iv) অগ্রিম মজুরি ৪০০ টাকা ।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. শামীম ট্রেডার্স-এর ২০১৬ সালের রেওয়ামিলটি নিম্নরূপ :

অন্যান্য তথ্য: (i) সমাপনী মজুদ পণ্যের মূল্য ৪০,০০০ টাকা যার বাজারমূল্য ৩৮,০০০ টাকা। (ii) মেশিন-এর ওপর ১০% অবচয় ধার্য করো। (iii) মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ ২,০০০ টাকা উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত করা হয়নি।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. ২০১৬ সালের ৩০ জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৩০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী বমোতাবেক ব্যাংক জমার পরিমাণ ২৬,৫০০ টাকার অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া

যায় :

i. জুন মাসে ব্যাংক ৩০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে।

ii. পাওনাদারের বরাবর ইস্যুকৃত ২,৫০০ টাকার একটি চেক ভুলে ব্যাংক ৫,২০০ টাকার ডেবিট করেছে।

iii. ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৫০০ টাকা ।

iv. ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ৭,০০০ টাকা।

v. ৪,০০০ টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।

vi. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২,০০০ টাকা।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show