যুক্তিবিদ্যা ২য় পত্র বরিশাল বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

তথ্য-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী।

তথ্য-২: ছাত্র হয় শিক্ষার্থী।

তথ্য-৩: বেদনা নয় আনন্দদায়ক।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

যুক্তি-১ : রোকসানা হয় মরণশীল।

খলিল হয় মরণশীল।

পলাশ হয় মরণশীল।

সুতরাং সকল মানুষ হয় মরণশীল।

 

যুক্তি-২ : এ পর্যন্ত যত কাক দেখেছি, সবই কালো।

অতএব সব কাক হয় কালো।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

সোহেল বলল, "সারাদিন প্রচুর পানি পান করেছি। অতিরিক্ত পানি পান করার কারণে খুব পিপাসা লেগেছে।" সোহেলের ছোট ভাই রোমেল বলল, তার জ্যামিতি বক্সটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি সম্ভবত ভূতে নিয়ে গেছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

তথ্য-১: একটি সেমিনারে ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম, তাদের প্রত্যেকেই পিএইচডি ডিগ্রিধারী। অতএব ঐ সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষক হলো পিএইচডি ডিগ্রিধারী।

তথ্য-২: এশিয়ার মানুষের রক্ত হয় লাল।

ইউরোপের মানুষের রক্ত হয় লাল।

অস্ট্রেলিয়ার মানুষের রক্ত হয় লাল।

সুতরাং  সকল মানুষের রক্ত হয় লাল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show