ভর্তিযুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দান তথা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানো তো? তো চলো, আজকে ISLAMIC UNIVERSITY OF TECHNOLOGY বা IUT নিয়ে আলোচনা করি।
ISLAMIC UNIVERSITY OF TECHNOLOGY (IUT) ঢাকার উত্তরা থেকে কিছু দূরে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত। এটি মূলত ORGANISATION OF ISLAMIC CO-OPERATION (OIC) এর একটি subsidiary organ বা অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে OIC এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে ORGANISATION OF ISLAMIC CO-OPERATION তথা OIC এর ৫৭ টি দেশের শুধু মাত্র মুসলিম ছাত্ররা পড়ার সুবিধা পায়। বাংলাদেশ OIC এর একটি সদস্য এবং host country হিসেবে তাই মোট ছাত্রের প্রায় ৬০%-৭০% বাংলাদেশি এবং বাকিরা অন্যান্য দেশের ছাত্র।
আইইউটিতে আছে জীবনকে সুন্দর করে গড়ে তোলার, জীবনকে নিয়ে ভাববার সকল উপকরণ। সোডিয়ামের আলোর নীচে রাতভর আড্ডা আর গান, রাত ২টা থেকে ৫টা অবধি সবাই মিলে মুভি দেখা আবার সকালবেলা ঠিকই রুটিন করে সবার একসাথে ক্লাসে যাওয়া, খেলাধুলা , বন্ধুত্ব এসব কিছুরই এক অসাধারণ সম্মিলন রয়েছে আইইউটিতে। তাই যারা আইইউটিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের হতে হবে দৃঢ় চেতনার অধিকারী। আর কখনোই আশা হারানো যাবে না। নিজের ভেতর প্রবল স্পৃহা থাকলে কারো জন্যই আইইউটিতে ভর্তি অসম্ভব কিছু নয়।
IUT-এ BSC পড়ার জন্য ৪টি department আছে, যেগুলো হল EEE (Electrical & Electronics Engineering), CSE (Computer Science & Engineering), MCE (Mechanical & Chemical Engineering), এবং CEE (Civil & Environmental Engineering)।
EEE, CSE, MCE এর maximum ১২০-১৩০ রেগুলার (স্কলারশিপ) এ পরতে পারে, বাকি প্রায় ৪০ জন এবং CEE এর ৫০ জন self-finance এ পড়ে। IUT এর পরিবেশ, খাবার, আবাসন ব্যবস্থা, চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা সম্পূর্ণরুপে আন্তর্জাতিক মানের, এবং অবশ্যই এবশ্যই ক্যাম্পাসে সম্পূর্ণভাবে রাজনীতি নিষিদ্ধ না, ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবেই রাজনীতি থেকে দূরে থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোন ঘটনাই IUT এর academic calendar কে কোন ভাবে প্রভাবিত করতে পারে না।
এখন ভর্তি পরীক্ষার প্রসঙ্গে, IUT এর ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বাহিরে পাওয়া যায় না তাই এখানে পরীক্ষা দেবার আগে অনেকেই confusion এ থাকে। এখানে ৪টি বিষয়ে পরীক্ষা হয় - PHYSICS MATH , CHEMISTRY , ENGLISH । এই ১০০ নাম্বারের MCQ প্রশ্নের পরীক্ষা হয় এবং তোমার SSC এবং HSC এর ১০০ নাম্বার মোট ২০০ নাম্বার হতে হবে। অন্যান্য ভার্সিটির মতই প্রশ্নের মান হয়, তবে এখানে প্রশ্ন হয় সম্পূর্ণ English Medium এ।
.
>>>প্রথম ধাপঃ ভর্তি পরীক্ষার জন্য Merit List প্রকাশ।
ভর্তি আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার জন্য বরাদ্দকৃত ১০০ নম্বরের ( Selected subjects GPA of HSC 12 + Selected subjects GPA of SSC 8) ভিত্তিতে ২৫০০ জনের সংক্ষিপ্ত একটি merit list প্রকাশ করা হয়। Merit list এর জন্য মনোনীতরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশ পারবে।
.
>Selected subjects for HSC GPA: Mathematics, Physics, Chemistry, English (4th subject).
>Selected subjects for SSC GPA: All Subjects without 4th subject
.
>>>দ্বিতীয় ধাপঃ চূড়ান্ত Merit List প্রকাশ।
ভর্তি পরীক্ষার জন্য মনোনীতদের জন্য মোট ১০০ নম্বরের একটি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার ১০০ মার্কসের বিন্যাস নিম্নরুপঃ
Physics-35
Math-35
Chemistry-15
English-15
.
প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে। সময় ২ ঘন্টা।
এই ২০০ মার্কসের উপর ভিত্তি করে আইইউটিতে ভর্তির জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি: MCQ
পরীক্ষার মাধ্যম: ইংরেজি
বিষয়ের নাম | মোট মার্কস |
অংক | 35 |
পদার্থবিদ্যা | 35 |
রসায়ন | 15 |
ইংরেজি | 15 |
মোট মার্কস | 100 |
তোমার পাঠকেরা জনেই যদি তোমার ভবিষ্যত পড়াশোনার কথা বলে তাদের মনে ভালো হতে হবে, যেহেতু এখানের ভর্তি পরীক্ষা খুবই কঠিন।
#ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT যে যে প্রোগ্রাম অফার করে
বিএসসিতে সাতটি বিভাগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রাম।
(i) Four-Year Bachelor of Science Programme:-
.
* Mechanical Engineering
* Electrical and Electronic Engineering
* Computer Science and Engineering
* Civil Engineering
.
(ii) Higher Diploma Programs (OIC sponsored): :-
.
* Mechanical Engineering
Electrical and Electronic Engineering
* Computer Science and Engineering
(iii) Instructor Training Programs (OIC Sponsored):
.
* Bachelor of Science in Technical Education
* Diploma in Technical Education
সর্বমোট ৫৫০ টা সীট রয়েছে, এর মধ্যে ৬০-৭০% বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য
Department Name | Total Seat |
Mechanical Engineering(ME) | 100 |
EEE Electrical and Electronic Engineering (EEE) | 150 |
CSE Computer Science and Engineering (CSE) | 100 |
Software Engineering (SWE) | 50 |
CEE Civil Engineering (CE) | 100 |
BTM BBA in Technology Management (TM) | 50 |
Total Seat | 550 |
ভর্তি প্রয়োজনীয়তা
SSC এবং HSC উভয় ক্ষেত্রেই ন্যূনতম GPA 4.5। উল্লেখ্য, নন-সায়েন্স (এসএসসি ও এইচএসসি) শিক্ষার্থীরাও বিটিএইচটি ভর্তির জন্য আবেদন করতে পারে।
ডিপ্লোমা প্রার্থী: SSC ন্যূনতম GPA 4.50 এবং সর্বনিম্ন ডিপ্লোমা GPA 3.0
ও লেভেল: ন্যূনতম গ্রেড বি সহ গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ন্যূনতম গ্রেড সি সহ ইংরেজি
এ-লেভেল: ন্যূনতম গ্রেড বি সহ গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন
বিভাগ | প্রোগ্রাম | DURATION | আসন |
---|---|---|---|
টিভিই | ডিপ্লোমা ইন কারিগরি শিক্ষা [DTE] | 1 বছর | 10 |
কারিগরি শিক্ষায় ব্যাচেলর অফ সায়েন্স [BScTE] | ২ বছর | 40 | |
1 বছর | |||
মোট | 50 |
ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন [DTE],
সময়কাল: 1 বছর
প্রার্থীকে অবশ্যই ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
কারিগরি শিক্ষায় ব্যাচেলর অফ সায়েন্স [BScTE],
সময়কাল: 2 বছর
প্রার্থীর অবশ্যই DTE থাকতে হবে।
কারিগরি শিক্ষায় ব্যাচেলর অফ সায়েন্স [BScTE],
সময়কাল: 1 বছর
প্রার্থীকে অবশ্যই উচ্চতর ডিপ্লোমা থাকতে হবে।
হ্যা, যায় । নিচে এই নিয়ে বিস্তারিত বলেছি।
স্বাগতিক দেশের জন্য দুটি সম্পূর্ণ OIC বৃত্তি প্রদান করা হয় ভর্তি প্রক্রিয়ার সম্মিলিত মেধা তালিকায় শীর্ষস্থানীয় দুইজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। তাদের একটি ফেরতযোগ্য পরিমাণ US$500.00 জমা দিতে হবে। যা এক বছর পূর্ণ করার পর ফেরত দেওয়া হবে।
বিভাগ | প্রোগ্রাম | আসন | |
---|---|---|---|
হোস্ট | আন্তর্জাতিক | ||
এবং | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) | 20 | 10 |
ইইই | ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) | 40 | 20 |
সিএসই | কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) | 20 | 10 |
মোট | 80 | 40 |
আন্তর্জাতিক ছাত্রদের ভর্তির পর কোনো খালি বৃত্তি থাকলে হোস্ট দেশের জন্য অতিরিক্ত বৃত্তি বিবেচনা করা যেতে পারে।
আয়োজক দেশের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সম্মিলিত স্কোরের মেধার অবস্থানের ভিত্তিতে এই আংশিক বৃত্তি পায়।
ওআইসি স্কলারশিপ (স্ব-অর্থায়ন) আসন বণ্টন ছাড়া | ||
বিভাগ | প্রোগ্রাম | আসন |
---|---|---|
এবং | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) | 10 |
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)* | 50 | |
ইইই | ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) | 70 |
সিএসই | কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) | 60 |
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE)* | 50 | |
সিইই | সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)* | 100 |
বিটিএম | বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম)* | 50 |
মোট | 390 |
* সবার জন্য হলে একটা সীট দেওয়া হত। তা আর থাকছে না। রেসিডেন্সিয়াল+নন রেসিডেন্সিয়াল দুইটি স্কিম থাকছে।
* আগে স্কলারশিপ প্রাপ্তদের(রেসিডেনশিয়াল সুবিধা সহ) চার বছরের জন্য মোট ৬৫০০ ডলার দিতে হত। এখনো তা আছে। তবে কেউ যদি হলে থাকতে না চায় তাহলে তাকে ৫০০০ ডলার দিতে হবে চার বছরের জন্য।
* আগে সেলফে ভর্তিকৃতদের নিকট থেকে (রেসিডেনশিয়াল সুবিধা সহ) চার বছরের জন্য মোট ১৭০০০ ডলার নেওয়া হত। তবে এখন এ জন্য ২০০০০ ডলার নেওয়া হবে। তবে কেউ যদি রেসিডেনশিয়াল সুবিধা না চায় সেক্ষেত্রে তাকে ১৪০০০ ডলার দিতে হবে।
* প্রয়োজন বুঝে ছাত্র/ছাত্রীদের রেসিডেনশিয়াল সুবিধা দেওয়া হবে। (আসন খালি থাকা সাপেক্ষে)
* মোট ভর্তি ছাত্রের সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে বছরে বাংলাদেশী ২২০ জন নেওয়া হত। এদের মধ্যে ১১০ জনকে স্কলারশিপ দেওয়া হত। এবার স্কলারশিপের সংখ্যা ১১০ থাকলেও বছরে মোট ৪৫০ বাংলাদেশী ছাত্র ছাত্রী নেওয়া হবে।
* শুধুমাত্র নন রেসিডেনশিয়াল পোস্ট গ্র্যাজুয়েটরা পকেট এলাউন্স পাবে না। বাকি সকলেই প্রতি মাসে ৪৫ ডলার পকেট এলাউন্স পাবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য, PHYSICS, MATH, CHEMISTRY, এবং ENGLISH এই চারটি বিষয়ে ভালো প্রস্তুতি করা গুরুত্বপূর্ণ।
অন্যান্য ভার্সিটির মতই প্রশ্নের মান হয়, কিন্তু এখানে প্রশ্ন হয় সম্পূর্ণ English Medium এ।
যেমন, যদি প্রশ্ন আসে উত্তল/অবতল লেন্সের ফোকাস দূরত্ব দেয়া আছে, ক্ষমতা বের করতে হবে তাহলে খুব সহজেই তোমরা পারবে। কিন্তু এখানে যদি Convex/Concave লেন্সের কথা বলা থাকে অনেক ক্ষেত্রেই তোমরা প্রশ্নই বুঝতে পারবে না। তাই সহজ প্রশ্ন ভুল করলে পরীক্ষা খারাপ হতে পারে। এজন্য IUT তে ভর্তি পরিক্ষায় ক্যাডেট কলেজের ছাত্ররা ভাল করতে পারে বেশি। তাই সহজ কিছু উপায় বলি।
.
PHYSICS এর সবগুলোর English terms জানতেই হবে। MATH এ ত্রিকোণমিতি/ ক্যালকুলাস খুব বেশি English terms জানার দরকার হয় না কিন্তু বীজগণিত/ জ্যামিতি/ বলবিদ্যা/ বিচ্ছিন্ন গনিতে জানতে হবে। CHEMISTRY এ reaction গুলো জানলেই হবে কিন্তু রসায়নের অন্যান্য বিষয় এর ইংরেজি টার্ম গুলো জানতে হবে।
.
এখন আসি English question এ যা অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষার চেয়ে IUT এর English পরীক্ষার প্রশ্ন কঠিন আসে। English 20 marks এর হয়, যেখানে (গত বছর অনুযায়ী) Synonym/Antonym, Passage, Fill in the gaps এবং MCQ থাকে। IUT এর প্রশ্নের pattern এর সাথে IBA এর pattern এ কিছু মিল থাকে (GRE/GMAT/SAT টাইপ এর)। কিন্তু এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। কারণ অন্যান্য বিষয়ে খুব ভাল করতে পারলেই chance পাওয়া সহজ হয়ে যায়।
(হোস্ট কান্ট্রি BScTE, PGDTE এবং MScTE আবেদনকারীরা)
মেনু থেকে Apply এ ক্লিক করুন
আবেদনকারীদের তার দেশকে "বাংলাদেশ", প্রোগ্রাম "B.Sc.TE/PGDTE/ M.Sc.TE in TVE" এবং ধর্ম হিসাবে নির্বাচন করতে হবে।
পরবর্তী পৃষ্ঠাগুলিতে, আবেদনকারীদের তার ব্যক্তিগত তথ্য, একাডেমিক তথ্য, প্রয়োগকৃত প্রোগ্রাম পছন্দ এবং ছবি প্রদান করতে হবে।
আবেদনকারীদের আপলোড বিভাগে তার সমস্ত সমর্থনকারী নথি (একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেড শীট, কাজের অভিজ্ঞতা ইত্যাদি) আপলোড করতে হবে। যদি কোন প্রার্থী সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে ব্যর্থ হয়, তবে তার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সমস্ত তথ্য প্রদান করার পরে, আবেদনকারীদের অর্থপ্রদানের পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে। এখানে আবেদনকারীদের আবেদন ফি হিসাবে অ-ফেরতযোগ্য 1200 BDT দিতে হবে। বিকাশ , নগদ এবং রকেট এর মাধ্যমে।
অর্থপ্রদানের পদ্ধতি নির্বাচন করার পরে, আবেদনকারীদের নির্বাচিত পেমেন্ট গেটওয়ে পৃষ্ঠায় রিডাইরেক্ট করা হবে। আবেদনের অবস্থা পেজ দেখানো হবে। আবেদনকারীদের পেজটি প্রিন্ট করার এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য হার্ড কপি সংরক্ষণ করবে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের মেসেজ দেয়া হবে।
(হোস্ট কান্ট্রি এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি আবেদনকারী)
মেনু থেকে Apply এ ক্লিক করুন
আবেদনকারীদের তার দেশকে "বাংলাদেশ", প্রোগ্রাম "স্নাতকোত্তর" এবং ধর্ম হিসাবে নির্বাচন করতে হবে।
পরবর্তী পৃষ্ঠাগুলিতে, আবেদনকারীদের তার ব্যক্তিগত তথ্য, একাডেমিক তথ্য, প্রয়োগকৃত প্রোগ্রাম পছন্দ এবং ছবি প্রদান করতে হবে।
আবেদনকারীদের আপলোড বিভাগে তার সমস্ত সমর্থনকারী নথি (একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেড শীট, কাজের অভিজ্ঞতা ইত্যাদি) আপলোড করতে হবে। যদি কোন প্রার্থী সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে ব্যর্থ হয়, তবে তার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সমস্ত তথ্য প্রদান করার পরে, আবেদনকারীদের অর্থপ্রদানের পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে। এখানে আবেদনকারীদের আবেদন ফি হিসাবে অ-ফেরতযোগ্য 1200 BDT দিতে হবে। বিকাশ , নগদ এবং রকেট এর মাধ্যমে।
অর্থপ্রদানের পদ্ধতি নির্বাচন করার পরে, আবেদনকারীদের নির্বাচিত পেমেন্ট গেটওয়ে পৃষ্ঠায় রিডাইরেক্ট করা হবে। আবেদনের অবস্থা পেজ দেখানো হবে। আবেদনকারীদের পেজটি প্রিন্ট করার এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য হার্ড কপি সংরক্ষণ করবে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের মেসেজ দেয়া হবে।
সবশেষে একটাই কথা,
শিক্ষার্থীদের অবশ্যই উচিত ভর্তি পরীক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া। এজন্য বিগত বছরের এডমিশন প্রশ্নব্যাংক এর উপর সর্বোচ্চ প্র্যাক্টিস থাকা জরুরি। এরজন্য অন্যতম সেরা একটি মাধ্যম হতে পারে চর্চা। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে অগ্রীম শুভকামনা।
এবং একটি পরামর্শ হলো, ভয় পাওয়ার কিছুই নেই। কঠিন প্রতিজ্ঞা ও দৃঢ় মনোবল নিয়ে তোমরা এগিয়ে চল, জয় তোমাদের হবেই হবে, কারণ প্রচণ্ড বড় হবার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। শুভ কামনা রইল।