ব্রিলিয়ান্ট অ্যানালাইসিসঃ চর্চার এক হিডেন ফীচার

Author
02/09/2024Chorcha

আসসালামু আলাইকুম ! কেমন আছো সবাই? বহুদিন পর লিখতে বসলাম

আচ্ছা? পরীক্ষার আগে তোমরা কীভাবে প্রস্তুতি নাও?

অনেকে previous বোর্ড সলভ করে, কেউ অধ্যায়ভিত্তিক প্রশ্ন সলভ করে, কেউ আগে হয়ে থাকা ভুলগুলো আবার চর্চা করে। আর কারো তো প্রস্তুতি নেয়ার সময় ই হয় না। Just say “ রাব্বি জিদনি ইলমা “ and move on.

তোমরা কি জানো? চর্চায় অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিসের দারুণ একটা পদ্ধতি রয়েছে? ওমা! জানো না? আচ্ছা, কোনো ব্যাপার না। চলো এই বিষয়ে আলোচনা করি।

চর্চা সবসময় শিক্ষার্থীদের গোছানো প্রস্তুতি নিশ্চিতে সাহায্য করতে নিরন্তর কাজ করে যাচ্ছে । এ কারনেই ডাউট , প্রশ্নব্যাংক, টেস্টপেপার ইত্যাদি ফ্রিতেই যেকোনো শিক্ষার্থী ব্যাবহার করতে ও এর সুফল ভোগ করতে পারছে।

ব্রিলিয়ান্ট অ্যানালাইসিসঃ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের সুনাম তো তোমরা জানো ই। যেখানে তাদের লক্ষ্য তোমাদের ভালো রেজাল্ট করানো না, তোমাকে বাদ দেয়া। তাই বিভিন্ন টপিকের গভীর থেকে নানান প্রশ্ন করে পরীক্ষার্থীদের সহজেই নাস্তানাবুদ করে ফেলে। কেমন হতো, যদি এসকল নাস্তানাবুদ করা প্রশ্নগুলো কোথাও গোছানো অবস্থায় পেতে? সোনায় সোহাগা ! তাই না?

ব্রিলিয়ান্ট অ্যানালাইসিস এমন একটা একটা পদ্ধতি, যেখানে তুমি একটা অধ্যায়, বা কোনো একটা টপিক পড়া শেষ করেই সেই টপিক এর উপর বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্ন প্র্যাক্টিস করতে পারবে। এ পদ্ধতিতে তোমার প্রস্তুতি যেমন গোছানো হবে,ঠিক তেমন ই অল্প সময়েই ওই অধ্যায় বা টপিক এ তোমার অজানা টপিক গুলো ও এক নিমিষেই শেখা হয়ে যাবে তোমার ।

শুনতে অসাধারণ লাগছে, কিন্তু এইটা মনে হয় শুধু সাবস্ক্রিপশন কেনা শিক্ষার্থীদের জন্যই, না?

নাহ! চর্চা শুধু নিজেদের শিক্ষার্থীদের জন্যই ই না, বরং সকল শিক্ষার্থীদের ভালোর জন্য চিন্তা করে। তাই ব্রিলিয়ান্ট অ্যানালাইসিস ফীচার তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রী। মুরুব্বিরা বলেন “মা শা আল্লাহ

ব্রিলিয়ান্ট অ্যানালাইসিস ব্যাবহার পদ্ধতিঃ

তো এবার আসি কীভাবে ব্যবহার করবো এই ফীচার?

১। প্রথমেই প্লে স্টোর/ অ্যাপ স্টোর থেকে সম্পূর্ণ ফ্রী তে ইন্সটল করবো চর্চা অ্যাপ । এরপর একাউন্ট খুলবো।

২। এরপর হোম স্ক্রীণ এর নিচে আর্কাইভ আইকন এ ক্লিক করবো। এতে প্রশ্নব্যাংক ও আর্কাইভ ওপেন হবে।

৩। প্রশ্নব্যাংক এর উপরে HSC, Admission ইত্যাদি অপশন দেখা যাবে। সেখান থেকে যে স্ট্যান্ডার্ড প্রশ্ন চাও সেটার উপর ক্লিক করবে। এতে সেই স্ট্যান্ডার্ড এ আসা এক্সাম গুলো দেখতে পাবে।

ধাপ ০১ঃ

ধাপ ০২ঃ

ধাপ ০৩ঃ

ধাপ ০৪ঃ

হোম স্ক্রীণ এর নিচে আর্কাইভ আইকন এ ক্লিক করবো

স্ক্রল করে পছন্দসই স্ট্যান্ডার্ড সিলেক্ট করি

বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য “Admission“ সিলেক্ট করি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অপশন দেখা যাবে, পছন্দসই বিশ্ববিদ্যালয় চয়েজ করি



৪। এবার যে এক্সামে বিগত প্রশ্নগুলো দেখতে চাও সেটার উপর ক্লিক করবে। এতে ওই এক্সাম ওপেন হবে।

৫। এরপর এক্সাম এর উপর দেখবে “পরীক্ষা, প্রশ্ন, প্র্যাক্টিস“ লেখা ৩ টি অপশন আছে, সেখানে তুমি প্রশ্ন অপশনে ক্লিক করবে, এতে ওই এক্সাম বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা সব প্রশ্নগুলো একসাথে দেখাবে।

ধাপ ০১ঃ

ধাপ ০২ঃ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অপশন দেখা যাবে, পছন্দসই বিশ্ববিদ্যালয় চয়েজ করি

প্রশ্ন দেখতে “প্রশ্ন” অপশনে সিলেক্ট করি



বিষয়ভিত্তিক অ্যানালাইসিসঃ

এবার উপরে দেখবে বিষয়ভিত্তিক অ্যানালাইসিস অপশন। অর্থাৎ বিভিন্ন বিষয় এর নাম ও ওই বিষয়ে কয়টা প্রশ্ন আসছে তা দেখতে পারবে। বিষয়ের উপর ক্লিক করলে ওই বিষয়ের প্রশ্নগুলোই শুধু আলাদা করে তোমার সামনে শো করবে।


ধাপ ০১ঃ

ধাপ ০২ঃ



উপরের অপশন থেকে “প্রশ্ন সিলেক্ট করি“

পছন্দের বিষয় সিলেক্ট করি



পেপার, চ্যাপ্টার ও টপিকভিত্তিক অ্যানালাইসিসঃ

একই ভাবে বিষয় অ্যানালাইসিস এ ক্লিক করলে একই পদ্ধতিতে পত্রগুলো ও আলাদা করতে পারবে। এভাবেই নিতে পারো পেপারওয়াইজ এক্সাম অ্যানালাইসিস

কী ভেবেছো, এটুকুতেই শেষ? একদম ই না। পত্র সিলেক্ট করলে দেখতে পাবে ওই পত্রের সমস্ত অধ্যায়ের নাম ও ওই অধ্যায় থেকে আসা প্রশ্নের সংখ্যা। যেকোনো অধ্যায়ের উপর ক্লিক করলে ওই অধ্যায় থেকে আসা সমস্ত প্রশ্ন একসাথে গোছানো দেখতে পারবে। আরো কিছু চাই? আচ্ছা, নাও, দিলাম!!

শুধু অধ্যায় না, টপিকভিত্তিক অ্যানালাইসিস ও দিলাম, তোমাদের জন্য। অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস এ যেকোনো অধ্যায় এ ক্লিক করলে সেখানে উপরে ওই অধ্যায় এর টপিকগুলো ও দেখতে পারবে। সেই টপিক এর উপর ক্লিক করে শুধু ওই টপিক এ কতগুলো প্রশ্ন এসেছে, তাও দেখতে ও চর্চা করতে পারবে তুমি


ধাপ ০১ঃ

ধাপ ০২

ধাপ ০৩ঃ

ধাপ ০৪ঃ

সাবজেক্ট অ্যানালাইসিস এর জন্য পছন্দসই বিষয় সিলেক্ট করি

পেপার অ্যানালাইসিস এর জন্য পছন্দসই বিষয় সিলেক্ট করি

চ্যাপ্টার অ্যানালাইসিস এর জন্য পছন্দসই বিষয় সিলেক্ট করি

টপিক অ্যানালাইসিস এর জন্য পছন্দসই বিষয় সিলেক্ট করি




কী? দারুণ না?

আর একটা জিনিস দেখাই। নিচের দিকে চোখের মতো ( 👁 ) আইকন দেখতে পাচ্ছো? ওটার উপর ক্লিক করলে প্রতিটা প্রশ্নের সমাধান দেখতে পারবে। সলিউশন ও দেখতে পারবে (চর্চা প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে)

তো দারুণ না? চর্চা চালিয়ে যাও!

তবে, এখনো ভেবে দেখো, তোমার পরিস্থিতি অনেক অনুকূলে। তুমি একটু হলেও ভর্তি পরীক্ষার প্রিপারেশন এ এগিয়ে আছো এবং বিগত প্রশ্নগুলো সুন্দরমতো এনালাইজ করেও ফেলেছো। তার মানে, তুমি জানো প্রশ্নগুলো কেমন হয়। পরীক্ষা কেমন হয়।

শুভকামনা রইলো।


আর ফ্রীতে প্র্যাক্টিস করতে এখন ই ইন্সটল করো চর্চা অ্যাপ-

chorcha play storechorcha app store

সচরাচর জিজ্ঞাসা

Get it on Google PlayDownload on the app store

© 2024 Chorcha. All rights reserved.