চর্চা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবার পদ্ধতি

Author
13/03/2024Chorcha
চর্চা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবার পদ্ধতি

হাই হাই! কেমন আছো? অনেকদিন পর চলে এলাম।

জানো? চর্চা এ আমার যাত্রা শুরু কিভাবে? দাঁড়াও, বলছি।

এডমিশন টাইমে একটা এক্সাম প্লাটফর্ম খুঁজছিলাম । যেটাতে ইচ্ছামতো এক্সাম দেয়া যায়। কিন্তু কোনোটাই কাজের ছিলো না ।

কোনোটায় হয় নির্দিষ্ট হাতেধরা অল্প কিছু মডেল টেস্ট। আর নাহলে কোনোটায় একেবারে ৫০০ টা প্রশ্ন দিয়ে বলে একেবারে এক্সাম দিতে।(কেম্নে কি ভাই? আমার খাওয়া ঘুম নেই?)। আর নাহলে কোনটায় আকাশচুম্বী টাকা লাগবে। তো একদিন আমার পরিচিত একজনের পরামর্শে চর্চা ইন্সটল করলাম। ওদের এক্সাম ডাটাবেজ, কাস্টমাইজড এক্সাম সিস্টেম , প্রশ্নব্যাংক, টপিক ভিত্তিক যত ইচ্ছা যেভাবে ইচ্ছা নিজের মতো এক্সাম দেয়ার সুবিধা এসব আমাকে মোহিত করে তোলে। বলতে গেলে প্রেমে পড়ে যাই। এরপর থেকেই চর্চার সাথে ঝুলে আছি।


তো তোমরাও তাহলে আমার মতো প্রেমে পড়ে গিয়েছো? চর্চায় সাবস্ক্রিপশন কিনতে চাও?

চর্চায় বেশ কিছু ফ্রি অপশন আছে। যেমন ধরো আনলিমিটেড দ্রুত প্র্যাক্টিস, আনলিমিটেড ফ্রি ডাউট সলভ, প্রশ্নব্যাংক ইত্যাদি। তবে পুরোপুরি সব সুবিধা নিতে গেলে তোমাকে প্রিমিয়াম নিতে হবে। যা নিতান্তই সস্তা। ২ ডজন ডিমের দামের থেকেও কম দাম দিয়ে ১ মাসের সাবস্ক্রিপশন নিতে পারবে


চর্চায় ফ্রি ও প্রিমিয়াম এ কি কি সুবিধা পাবে?

এখানে তোমরা পাবে-

১. লক্ষাধিক প্রশ্ন থেকে অধ্যায় ও টপিকভিত্তিক পরীক্ষা

২. এডমিশন পরীক্ষার আগের রাত অবধি ডেইলি টাস্ক, এবং উইকলি এক্সাম

৩.সকল এডমিশন প্রশ্নব্যাংক থেকে চর্চা করার সুযোগ

৪. এছাড়াও ডেইলি ও উইকলি লিডারবোর্ড এবং Medical, BUET, CKRUET, DU, GST ও অন্যান্য সকল ভার্সিটির স্পেশাল মডেল টেস্ট

৫. ফুল সিলেবাস কমপ্লিট
৬. ২৪/৭ ডাউট সলভিং ও স্পেশাল গাইডলাইন গ্রুপ

৭. MCQ + Written Exams ( প্রতি সপ্তাহে স্পেশাল DU, BUET & Medical standard)

৮. এক কোর্সেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি 'ক' প্রিপারেশন এর সুযোগ


চর্চায় প্রিমিয়াম সাবস্ক্রাইব করলে যে যে ফিচার পাবেনঃ

চর্চা মক টেস্টঃ যেকোনো সাব্জেক্ট, অধ্যায় এবং টপিক সিলেক্ট করে আনলিমিটেড সংখ্যকবার পরীক্ষা দিতে পারবেন (পরীক্ষা শেষে লিডারবোর্ড পাবেন এছাড়া প্রতিটি সলুশন শেষে শর্ট ইনফো দেয়া থাকে)

চর্চা লাইভ এক্সামঃ চর্চার পক্ষ থেকে HSC ব্যাচের জন্য ২ বার রুটিনভিত্তিক মডেল্টেস্ট নেয়া হবে একবার টেস্ট পরীক্ষার আগে একবার পরে , পরীক্ষার প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড হবে

চর্চা আর্কাইভঃ এটি অনেকটা ডিজিটাল প্রশ্নব্যাংক সেকশন এখানে আপনি পাবেন একাডেমিক বিগত বছরের বোর্ড প্রশ্ন ব্যাংক ও এডমিশনে বিগত বছরের সকল প্রশ্নপত্র আর সেগুলোর উপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন এছাড়া HSC এর সকল বোর্ড প্রশ্নের ডিজিটাল প্রশ্নব্যাংক পাবেন

চর্চা প্রিমিয়াম সলভঃ এছাড়াও আমাদের প্রিমিয়াম মেম্বারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে যেকোনো প্রব্লেম সলভ করে দেয়া হয় এবং ২৪/৭ হেল্পলাইন রয়েছে

চর্চা লীডারবোর্ডঃ আমাদের পরীক্ষা সারাদেশে অসংখ্য শিক্ষার্থী দেয় তাই লিডারবোর্ড এর মাধ্যমে সারাদেশে নিজের র‍্যাংকিং চেক করতে পারবেন


চর্চা অ্যাপ এ বিসিএস এর জন্য তোমরা পাবে-

১. তোমার পার্সোনালাইজড প্ল্যানার

২. ডেইলি ও উইকলি প্র‍্যাক্টিস

৩. লক্ষাধিক প্রশ্ন থেকে টপিকওয়াইজ প্র‍্যাক্টিস

৪. ডেইলি ও মান্থলি লিডারবোর্ড

৫. বিসিএস, ব্যাংক ও শিক্ষক নিয়োগ সহ সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংক

৬. ২৪/৭ প্র‍্যাক্টিস গ্রুপ

চর্চা প্রিমিয়াম নিতে চাই। কি করবো?

১ মাস

২ মাস

৩ বাস

৬ মাস

১২ মাস

১৯৯ টাকা ( ২৪৯ টাকা )

৩৯৯ টাকা ( ৪৯৯ টাকা )

৪৫৯ টাকা ( ৫৯৯ টাকা )

৭৯৯ টাকা ( ৯৯৯ টাকা )

১৪৩৯ টাকা ( ১৭৯৯ টাকা )


চর্চা প্রিমিয়াম কোত্থেকে নিবো?

১২ মাস পর্যন্ত সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে নিচের লিংকে গিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে

লিংকঃ https://chorcha.net/admission




চর্চা প্রিমিয়াম ডিসকাউন্ট বা কুপন কোড

বাংলাদেশের মানুষ পারলে রিকশাওয়ালার সাথেও দামাদামি করে দাম কমিয়ে নেয় । তো চর্চায় কি কোনো ডিসকাউন্ট অপশন নেই? অবশ্যই আছে

চর্চায় সাবস্ক্রিপশন নেয়ার সময় কুপন অপশনে গিয়ে CHORCHA লিখলেই পাবে ২০% ডিসকাউন্ট

কুপন কোথায় দিবো?

এই লিংকে গিয়ে পেমেন্ট এর সময় কুপন দিতে হবে। উল্লেখ্য, তুমি যতবার সাবস্ক্রিপশন নিবে, ততবার ই এটা ব্যাবহার করা যাবে

লিংকঃ https://chorcha.net/upgrade



৩ ধাপে প্রিমিয়াম। কিভাবে নিবো?

ধাপ ১

ধাপ ২

ধাপ ৩

লিংক এ গিয়ে পছন্দসই সাবস্ক্রিপশন নিবো

কুপন কোড ঠিকমতো পূরণ করবো

পছন্দসই মোবাইল ব্যাংকিং এজেন্ট/ কার্ড চ্যুজ করে তাদের

নিয়ম অনুসারে পেমেন্ট করবো



প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সময় কিছু জিনিস খেয়াল করতে হবে

১. যেভাবেই পে করো তাতে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে

২. পেমেন্ট করার সময় এভাবে লগিন করা আছে ঠিক সেভাবেই লগিন করতে হবে। মানে একাউন্ট ওপেন করার সময় ইমেইল অথবা মোবাইল নম্বর যেতাই ব্যাবহার করো। সাবস্ক্রিপশনের পর ঠিক সেটা দিয়েই লগিন করতে হবে। নাহলে কিন্তু প্রিমিয়াম ব্যাবহার করতে পারবে না।


চর্চা প্রিমিয়াম সাবস্ক্রিপশন তো হয়েই গেল। তো এখন চর্চা করো নিজের গতিতে। সবার জন্য শুভকামনা রইলো।

সচরাচর জিজ্ঞাসা

Get it on Google PlayDownload on the app store

© 2024 Chorcha. All rights reserved.