
বর্তমানে এটি ৫ টি ক্যাম্পাস নিয়ে গঠিত, বিদ্যালয় এ প্রায় ৪০ হাজার এর কম বেশি স্টুডেন্ট রয়েছে। ৫ টি ক্যাম্পাস এর মধ্যে ১ টি সম্পুর্ণ শাখা ছেলেদের ও আরেকটি সম্পূর্ণ শাখা মেয়েদের জন্য এবং দুইটি শিফট রয়েছে প্রত্যেক শাখা তে, প্রভাতি ও দিবা। স্কুলের প্রভাতি এর সময় শুরু হয় সকাল ৭:৩০ এ এবং শেষ হয় ১১:৪৫ এ এবং দিবা শিফট শুরু হয় দুপুর ১২:১৫ তে এবং শেষ হয় ৪:৪৫ এ, কলেজের ক্লাস শুরু হয় মেয়েদের ৮:০০ টায় এবং ছেলেদের ৮:৪০ এ ৭টি করে পিরিয়ড হয় ।
বর্তমানে আমাদের কোনো প্রধান শিক্ষক নেই, কিছুদিন আগে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন আখলাক আহমেদ স্যার। তাই কলেজের এবং স্কুল এর দায়িত্ব শিফট ইনচার্জ এর মাধ্যমে পরিচালিত হয়। প্রত্যেকটা ক্লাস রুম মাল্টিমিডিয়া দারা পূণ্য, এবং কলেজ ক্যাম্পাসে এসি রয়েছে, খেলাধুলা সুযোগ রয়েছে, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর, সব ক্যাম্পাস মিলে খেলা হয়, ফুটবল, ক্রিকেট, হান্ডবল, বস্তা দৌড়, উচ্চ লাফ দীর্ঘ লাফ, ভিতর বাহির ইত্যাদি এবং ভালো উপহার দেওয়া হয়।
All image source: https://www.muvc.edu.bd/
ঢাকা মহানগরীর অন্তর্গত বিভিন্ন এলাকায়। যথাঃ
মূল বিদ্যালয় (বালিকা শাখা), মনিপুর
মূল বিদ্যালয় (বালক শাখা), মনিপুর
ব্রাঞ্চ-১ (বালক ও বালিকা শাখা), রুপনগর
ব্রাঞ্চ-২ (বালক ও বালিকা শাখা), ইব্রাহিমপুর
ব্রাঞ্চ-৩ (বালক, বালিকা ও কলেজ শাখা), শেওড়াপাড়া
কলেজ ভবন (বালক ও বালিকা শাখা), রূপনগর অবস্থিত
বর্তমানে সকল শাখা মিলে বর্তমানে ৬০০ জন এর কমবেশি শিক্ষক রয়েছেন এবং ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুলটি ৩য় স্থান অর্জন করে। এ পরীক্ষায় ২০০৮ ও ২০০৯ সালে যথাক্রমে ৬৫২ জন ও ৫৫৬ জন ছাত্রছাত্রীর এ+(জিপিএ ৫) অর্জন স্বাভাবিকভাবেই স্কুলটিকে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের সেরা ৩য় স্কুলের সারিতে স্থান দেয়। ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় ২য় স্থান অর্জন করে। ১৯৬৯ সালে স্থাপিত এ স্কুলটি এ পর্যন্ত দু’বার বাংলাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।এছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারা বাংলাদেশে পর পর ৪বছর প্রথম স্থান অধিকার করায় দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে । এ সকল সাফল্যের অগ্রভাগে থেকে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নেতৃত্ব দিয়েছিলেন সাবেক ম্যানেজিং কমিটির মাননীয় সভাপতি আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী ঢাকা-১৫ ।
ভর্তি ১ম - ১০ম শ্রেণীর জন্য ৮০০০ টাকা বাংলা ভাসন এর জন্য এবং ইংরেজি ভাসন এর জন্য ১০০০০ টাকা, কলেজ এর ভর্তি বোর্ড থেকে নিধারিত করা রয়েছে।
১ম -১০ম শ্রেণীর ভর্তি লটারির মাধ্যমে হয়ে থাকে এবং কলেজে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ এ ৪.০০ লাগে এবং কমার্স বিভাগ এ ৩.৫০ লাগে।
(শেষ তথ্য অনুযায়ী)
সব কিছু বিবেচনা করে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠান এটি।