Frequently Asked Questions

চর্চার সাবস্ক্রিপশন কিনবো কীভাবে?চর্চায় সাবস্ক্রিপশন নিতে অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল থেকে "Upgrade" অপশনে ক্লিক করো অথবা সরাসরি ভিজিট করো:https://chorcha.net/upgrade
পেজে কোনো সমস্যা ফেইস করলে সরাসরি আমাদের ফেসবুক পেইজে মেসেজ দাও:https://www.facebook.com/chorcha.net
চর্চার প্রিমিয়াম সাবস্ক্রিপশনে কি কি ফিচার আছে?চর্চা প্রিমিয়ামে তুমি পাবে: Unlimited mock test ,Dhruto practice ( বিষয়, অধ্যায় ও টপিকভিত্তিক) - Digital question bank & test paper ( SSC,HSC, admission, BCS ও সকল নিয়োগ পরীক্ষার ) - MCQ ও CQ practice এর - Special model test ( রুটিন ভিত্তিক এক্সাম এবং সেগুলোর লিডারবোর্ড) - Leaderboard for top students ( সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই ) Doubt Solving ও Chorcha AI. এছাড়াও ভুল প্রশ্ন দাগিয়ে রাখা বা পূর্বের ভুল প্রশ্নে পরীক্ষা দেয়ার মতো সুবিধাও থাকছে।
চর্চা কাদের জন্য?চর্চা মূলত SSC, HSC, Admission ও BCS এবং জব প্রিপারেশন এর শিক্ষার্থীদের জন্য সেরা একটি প্ল্যাটফর্ম। চর্চাতে SSC Science ,HSC এর science, arts, commerce এবং English version ( science) এর কিংবা admission এর university, medical কিংবা engineering এ প্রস্তুতি নেয়া শিক্ষার্থীদের জন্য আলাদা ডেটাবেস ও ফিচার্স রয়েছে। এছাড়া যারা বিসিএস প্রিলি দিবেন কিংবা শিক্ষক, ব্যাংক নিয়োগ বা অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে চর্চা তাদের জন্য হতে পারে সেরা একটি প্ল্যাটফর্ম।
চর্চার কি কি প্যাকেজ আছে?
পাসওয়ার্ড ভুলে গিয়েছি / পাসওয়ার্ড পরিবর্তন করে কীভাবে?পাসওয়ার্ড ভুলে গেলে, লগইন করার সময় নিচে "Forget Password" অপশনটিতে ক্লিক করো - তোমার ফোন নম্বর বা ইমেইলে সরাসরি একটি টেম্পোরারি পাসওয়ার্ড যাবে, এবং সেটি দিয়ে লগইন করবে। ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে তোমার প্রোফাইলের 'পাসওয়ার্ড পরিবর্তন করো' অপশন থেকে পুনরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবে।
মেধাতালিকা কিভাবে নির্ধারণ করা হয়?শিক্ষার্থীদের মধ্যে কে কতগুলো এক্সাম দিচ্ছে এবং কত মার্কস পাচ্ছে বা কত দ্রুত সময়ে এক্সাম সম্পন্ন করছে এর উপর ভিত্তি করে লিডারবোর্ড দেয়া হয় এক্ষেত্রে চর্চা SSC science ,HSC এর science , arts & commerce , English version ( science) এবং BCS এর আলাদা লিডারবোর্ড দেয়া হয়। লিডারবোর্ড এ যারা ১ম, ২য় ও ৩য় স্থানে থাকে তাদের জন্য গিফট এর ব্যবস্থা থাকে।
কোনো প্রশ্ন ভুল থাকলে কি করবো?কোনো প্রশ্ন ভুল থাকলে কিংবা সলিউশনের ব্যাখ্যা না থাকলে তুমি প্রশ্নের পাশের আইকনে ক্লিক করে সেটি রিপোর্ট করতে পারো। রিপোর্ট করা প্রশ্নগুলো আমাদের টিচার্স প্যানেল ৩ থেকে ৭ দিনের মধ্যে ঠিক করে দিবেন এবং তোমাকে নোটিফাই করা হবে।
রিভিউ কিভাবে কাজ করে?
Dark mode কীভাবে অন করবো?মেনুতে ক্লিক করে আইকনে ক্লিক করলেই dark mode অন হয়ে যাবে।
আমাকে পরীক্ষা দিতে দিচ্ছেনা কেনো?
ওয়েবসাইটে লোডিং ইস্যু বা অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দিলে কি করবো ?