চর্চার সাবস্ক্রিবশন কিনবো কীভাবে?চর্চায় সাবস্ক্রাইব করতে অ্যাপ বা ওয়েবসাইট এর আপগ্রেড অপশনে যেতে পারো কিংবা খুব সহজে প্রিমিয়াম মেম্বার হতে ভিজিট করো সাবস্ক্রাইব (chorcha.net/subscribe) পেইজে কোনো সমস্যা হলে মেসেজ (m.me/chorcha.net) করো চর্চার ফেইসবুক পেইজেচর্চার প্রিমিয়াম সাবস্ক্রিবশনে কি কি ফিচার আছে?চর্চা প্রিমিয়াম এ আপনি পাবেনঃ -Unlimited model test ( বিষয়, অধ্যায় ও টপিকভিত্তিক) - Digital question bank & test paper ( HSC, admission, BCS ও সকল নিয়োগ পরীক্ষার ) - MCQ practice এর জন্য দ্রুত প্র্যাক্টিস সেকশন - Special model test ( রুটিন ভিত্তিক এক্সাম এবং সেগুলোর লিডারবোর্ড) - Leaderboard for top students ( সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই ) - চর্চার প্রিমিয়াম মেম্বারদের জন্য এবং ২৪/৭ প্রব্লেম সলভ এর জন্য স্পেশাল গ্রুপ ( https://t.me/c/1897978722/1 ) - এছাড়াও ভুল প্রশ্ন দাগিয়ে রাখা বা পূর্বের ভুল প্রশ্নে পরীক্ষা দেয়ার মতো সুবিধাও থাকছে"চর্চা কাদের জন্য?চর্চা মূলত HSC, admission ও bcs এবং জব প্রিপারেশন এর শিক্ষার্থীদের জন্য সেরা একটি প্ল্যাটফর্ম। চর্চাতে HSC এর science, arts, commerce এবং english version এর কিংবা admission এর university, medical কিংবা engineering এ প্রস্তুতি নেয়া শিক্ষার্থীদের জন্য আলাদা ডেটাবেস ও ফিচার্স রয়েছে। এছাড়া যারা বিসিএস প্রিলি দিবেন কিংবা শিক্ষক, ব্যাংক নিয়োগ বা অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে চর্চা তাদের জন্য হতে পারে সেরা একটি প্ল্যাটফর্ম। চর্চা SSC এর শিক্ষার্থীদের জন্যও কাজ করছে খুব শীঘ্রই তাদের প্রস্তুতিতেও ভূমিকা রাখতে চাই আমরা।চর্চার কি কি প্যাকেজ আছে?চর্চার মোট ৫ ধরনের সাবস্ক্রিবশন (chorcha.net/subscribe) আছেঃ ১. ১ মাস ২৪৯ টাকা ২. ২ মাস ৪৯৯ টাকা ৩. ৩ মাস ৫৯৯ টাকা ৪. ৬ মাস ৯৯৯ টাকা ৫. ১২ মাস ১৭৯৯ টাকা চর্চার BCS এবং নিয়োগ পরীক্ষার্থীদের জন্য স্পেশাল সাবস্ক্রিবশন (chorcha.net/bcs) রয়েছে।সাবস্ক্রিবশন কীভাবে কিনব?- সাবস্ক্রাইব পেইজ ভিজিট করুন HSC & admission ( chorcha.net/subscribe ) কিংবা BCS ( chorcha.net/bcs ) এর - ১/২/৩/৬/১২ মাসের প্যাকেজটি সিলেক্ট করুন - 'কিনুন' বাটনে ক্লিক করুন - 'শুরু করুন' বাটনে ক্লিক করুন - আপনার ফোন নম্বর বা ইমেইল দিয়ে লগ-ইন করুন - লগ-ইন করা হয়ে গেলে 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন - আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন এবং 'পেমেন্ট করুন' বাটনে ক্লিক করুন - বিকাশ ব্যবহার করে পেমেন্ট করলে বিকাশ নম্বারটি ভবিষ্যৎ পেমেন্টের জন্য সেইভ করে রাখতে পারেন - পেমেন্ট সম্পন্ন করার পর 'শুরু করুন' বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কোর্সটি শুরু করতে পারবেন - আপনার কেনা প্যাকেজটি আপনার প্রোফাইলের সাবস্ক্রিবশন সেকশনে দেখতে পাবেন"পাসওয়ার্ড ভুলে গিয়েছি / পাসওয়ার্ড পরিবর্তন করে কীভাবে?- পাসওয়ার্ড ভুলে গেলে, লগ-ইন করার সময় নিচে \"Forget Password/পাসওয়ার্ড ভুলে গেছেন?\" অপশনটিতে ক্লিক করুন - আপনার ফোন নম্বর বা ইমেইলে পাওয়া 4 সংখ্যার OTP কোডটি লিখুন এবং 'সাবমিট' বাটন এ ক্লিক করুন - এবার আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে 'সাবমিট' বাটন এ ক্লিক করুন। ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আপনার প্রোফাইলের 'পাসওয়ার্ড পরিবর্তন করুন' অপশন থেকে পুনরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।মেধাতালিকা কিভাবে নির্ধারণ করা হয়?শিক্ষার্থীদের মধ্যে কে কতগুলো এক্সাম দিচ্ছে এবং কত মার্ক্স পাচ্ছে বা কত দ্রুত সময়ে এক্সাম সম্পন্ন করছে এর উপর ভিত্তি করে লিডারবোর্ড দেয়া হয় এক্ষেত্রে চর্চা HSC এর science , arts & commerce এবং BCS এর আলাদা লিডারবোর্ড দেয়া হয়। লিডারবোর্ড এ যারা ১ম, ২য় ও ৩য় স্থানে থাকে তাদের জন্য গিফট এর ব্যবস্থা থাকে।কোনো প্রশ্ন ভুল থাকলে কি করবো?কোনো প্রশ্ন ভুল থাকলে কিংবা সলুশনের ব্যাখ্যা না থাকলে তুমি প্রশ্নের পাশের আইকনে ক্লিক করে সেটি রিপোর্ট করতে পারো। রিপোর্ট করা প্রশ্নগুলো আমাদের টিচার্স প্যানেল ৩ দিনের মধ্যে ঠিক করে দিবেন এবং তোমাকে নোটিফাই করা হবে।রিভিউ কিভাবে কাজ করে?কোনো প্রশ্নের পাশের আইকনে ক্লিক করলে তুমি প্রশ্নটি বুকমার্ক করতে পারবে পরে রিভিউ ( chorcha.net/review) সেকশনে গিয়ে দাগানো প্রশ্নগুলো পড়তে পারবে।Dark mode কীভাবে অন করবো?মেনুতে ক্লিক করে আইকনে ক্লিক করলেই dark mode অন হয়ে যাবে।আমাকে পরীক্ষা দিতে দিচ্ছেনা কেনো?ফ্রী সাইন আপ এর ক্ষেত্রে তুমি মাসে ৪ টি মকটেস্ট দিতে পারবে এরপর আরো পরীক্ষা দিতে চায়লে তোমাকে সাবস্ক্রাইব ( chorcha.net/subscribe ) করতে হবে চর্চাতে।
Features
রিভিউকোন প্রশ্ন কঠিন লাগলে সেটি পুনরায় পর্যবেক্ষণ করার জন্য একটি ব্যবস্থালাইভ এক্সামচর্চার মেধাবী শিক্ষক বৃন্দ আমাদের জন্য লাইভ এক্সাম এর ব্যবস্থামেধাতালিকাচর্চার হাজার হাজার শিক্ষার্থীদেরে মদ্ধে নিজেকে যাচাই করে নেওয়ার ব্যবস্থাdark modeঅনেকক্ষণ ধরে পরিক্ষা দিতে যেয়ে চোখে চাপ যাতে না পরে