
এই কলেজ শুধু শিক্ষা নয়, বরং শৃঙ্খলা, সংস্কৃতি এবং খেলাধুলার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা এবং নেতৃত্ব গঠনের জন্য বিভিন্ন কোর্স, ক্লাব এবং এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজ উপলব্ধ। এর অতুলনীয় শিক্ষা ব্যবস্থা এবং সমৃদ্ধ ঐতিহ্য কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান দিয়েছে।
ইতিহাস ও পরিচিতি:
সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকা,১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেন তৎকালীন সরকার, মূলত উচ্চমানের বিজ্ঞান শিক্ষা প্রদানের জন্য। কলেজটির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, ঢাকাতে একটি শক্তিশালী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় বিশেষজ্ঞ হতে পারে। বছরের পর বছর, কলেজটি তার শিক্ষার মান বৃদ্ধি করেছে। প্রথমে কেবল বিজ্ঞান বিভাগে ক্লাস শুরু হলেও, পরবর্তীতে বিভিন্ন শাখায় পাঠদান শুরু হয় এবং কলেজের অবকাঠামো উন্নত করা হয়। কলেজটি তার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক ল্যাবরেটরি এবং গবেষণার সুযোগ দিয়ে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বর্তমানে এটি ঢাকা শহরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

পড়াশুনার মান:
বর্তমান কলেজটিতে সর্বমোট প্রায় ৪০ জন শিক্ষকবৃন্দ রয়েছেন। তারা সবাই বিসিএস ক্যাডার যোগ্যতা সম্পন্ন এবং গুণগত শিক্ষাদানের ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম। কলেজটির প্রায় সকল শিক্ষক-শিক্ষিকাই খুবই আন্তরিক এবং সহায়ক।
রেজাল্ট - শেষ ৫ বছর এই শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি ফলাফলের ভিত্তিতে রেংকিং এও রয়েছে-
Hsc-24:
HSC BATCH | RaNKING | GPA-5% |
|---|---|---|
HSC-2021 | 2 | 98.54% |
HSC-2022 | 2 | 95.68% |
HSC-2023 | 8 | 60.08% |
HSC-2024 | 4 | 90.04% |
এছাড়াও প্রতিবছর এডমিশন এ এই কলেজের ব্যাপক শিক্ষার্থী দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে।

ক্যাম্পাস জীবন ও সুযোগ সুবিধা:
অবকাঠামো- ৯ একর জমির উপর কলেজটি অবস্থিত।একটি তিন তলা ভবন এবং বিশাল সেমি পাকা বিল্ডিং এর পাশাপাশি রয়েছে লাইব্রেরী, অডিটোরিয়াম জিমনেসিয়াম, মসজিদ, খেলার মাঠ শহীদ মিনার, রাসেল চত্বর। নতুন আরো একটি ভবনের কাজ চলমান রয়েছে। ঢাকার বাইরের ছাত্রদের জন্য দুটি আবাসিক ছাত্রাবাস আছে।
আবাসন ব্যবস্থা- ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য কলেজটিতে বর্তমানে দুটি আবাসিক হল রয়েছে। যেখানে প্রতি বর্ষের শুরুতে কিছু টাকা জমা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা সেখানে থাকতে পারে। আবাসিক হলের প্রতিদিনের তিন বেলার খাবার খরচ মাত্র ১২০ টাকা।
যাতায়াত ব্যবস্থা- ঢাকায় বসবাসরত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিনামূল্যে স্পন্দন ০১ এবং স্পন্দন ০২ নামে দুটি বাস যথাক্রমে যাত্রাবাড়ী এবং মিরপুর এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিয়মিত চলাচল করছে যা সম্পূর্ণ ফ্রী।

উপস্থিতি, ক্লাস টাইম ও ল্যাব সুবিধা- ক্লাস শুরুর পূর্বে ফেস স্ক্যানিং এর মাধ্যমে এবং ক্লাস শেষে ফেস স্ক্যানিং এর মাধ্যমে সর্বমোট দুইবার স্ক্যান করার মাধ্যমে উপস্থিতি গ্রহণ করা হয়। যথাযথ সময়ের মধ্যে উপস্থিতি দিতে সক্ষম না হলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়। কলেজটিতে বর্তমানে ৮০% উপস্থিতি থাকা বাধ্যতামূলক অন্যথায় নন কলেজিয়েট হিসেবে ঘোষণা করার মাধ্যমে পরীক্ষা দিতে না দেওয়াসহ কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে । আর শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সুবিধার খাতিরে শিক্ষার্থীদের কে সর্বমোট আটটি শাখায় ভাগ করে দেয়া হয়।নিয়মিত ক্লাস করলে একাডেমিক এ প্রায় ৯০% প্রস্তুতি হয়ে থাকে যা দিয়ে এইচএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করা সম্ভব। ক্লাস টাইম - সকাল ৯ টা থেকে দুপুর ১:১৫ পর্যন্ত ল্যাব টাইম - দুপুর ১:৪৫ থেকে দুপুর ৩:৪৫ পর্যন্ত শুক্র এবং শনিবার বন্ধ এবং সপ্তাহে একদিন ল্যাব ক্লাস করা বাধ্যতামূলক সরকারি বিজ্ঞান কলেজের ল্যাবগুলো খুবই উন্নত মানের এবং পর্যাপ্ত উপকরণসমৃদ্ধ। ব্যবহারিক এর বিষয়গুলো সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান এবং অভিজ্ঞতা লাভের জন্য সরকারি বিজ্ঞান কলেজের ল্যাব ক্লাস করার গুরুত্ব অপরিসীম।

সহশিক্ষার কার্যক্রম :
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত এবং উন্নয়নের লক্ষ্যে কলেজে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে।যেমন - BNCC, Sports,Science, Debating,Math,Photography,Math, English,Cultural ইত্যাদি সহ আরো ক্লাব আছে।
ক্লাবগুলোর কার্যক্রম দেখতে ভিজিট করতে পারো-
GSCSC-https://www.facebook.com/share/15kuC1ee6P/?mibextid=wwXIfr
GSCPC-https://www.facebook.com/share/18MzBVZik1/?mibextid=wwXIfr
GSCCC-https://www.facebook.com/share/19xrAcPpqB/?mibextid=wwXIfr
SCGSC-https://www.facebook.com/share/18TcqzUDtw/?mibextid=wwXIfr
GSCOQC-https://www.facebook.com/share/1D5ZVghLQU/?mibextid=wwXIfr
GSCIT-https://www.facebook.com/share/15pha8TRGi/?mibextid=wwXIfr
GSCLLC-https://www.facebook.com/share/1FgqTMw8DY/?mibextid=wwXIfr Etc...



ভর্তির নিয়মাবলী:
🔔আবেদন যোগ্যতা- ভর্তি হতে কোনো ধরনের ভর্তি পরীক্ষার প্রয়োজন নেই- এসএসসি পরীক্ষাতে জিপিএ ৫ পাওয়া সহ একটি মোটামুটি ভালো মার্ক অর্জন করতে পারলেই কেবল কলেজটিতে চান্স পাওয়া সম্ভব।প্রতিবছর এই মার্ক সময়ের সাথে পরিবর্তনশীল। ( SSC 24 এর ক্ষেত্রে তা ছিলো 1175-1180+) বি:দ্র- সরকারি কলেজ হওয়ায় এখানে সরকার অনুমোদিত সকল ধরনের কোটা বিদ্যমান আছে। কোটা থাকলে কম নাম্বারেও চান্স হয়ে যাবে।
🔔বেতন ও অন্যান্য ফি - সরকারি কলেজ হওয়ায় কলেজটিতে বেতন এবং অন্যান্য ফি সরকার কর্তৃক নির্ধারিত । সরকার কর্তৃক নির্ধারিত হওয়ায় কলেজটির সকল আর্থিক লেনদেন সাধ্যের মধ্যেই হয়ে থাকে । বর্তমানে ( HSC 26 ) এর ভর্তি ফী - ৪৯৯০টাকা ছিলো!এই ৪৯৯০ ছাড়া অতিরিক্ত আর কোনো খরচ নেই।
🔔ছাত্র সংখ্যা - বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ মিলিয়ে সর্বমোট প্রায় ২২০০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে । HSC 25 ব্যাচ পর্যন্ত প্রতিবছর ১২০০ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও HSC 26 ব্যাচ থেকে ১ হাজার জন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। অদূর ভবিষ্যৎ এ সংখ্যাটি আরো কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কলেজের সুবিধা- সরকারি কলেজ হওয়ায় এখানে অতিরিক্ত কোন ফি বা টাকা আদায় করা হয় না। অন্যান্য কলেজের মত অযথা পরীক্ষা নিয়ে সময় নষ্ট করা হয় না। মর্নিং শিফটে ক্লাস হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাওয়ার মাধ্যমে দুপুর এবং রাতে নিজের বিশ্রাম এবং পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।আর কলেজ বাস মিরপুর ও যাত্রাবাড়ি রুট এর ছাত্রদের যাতায়াত আরও সহজ করে দেয়।
নোটেবল এলামনাই:
Nahid Islam Politicial Enthusiast,
A N M Ahsanul Haque Milan সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়
Shahid Uddin Chowdhury Annie সাবেক জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ সাবেক চীপ হুইফ, বাংলাদেশ জাতীয় সংসদ
Md Zahid Ahsan Russel সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
আনিসুল হক প্রয়াত মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
Niaz Mahmud Zafri Assistant Professor of Urban and Regional Planning - URP , BUET
A A Mannan Physicsist and Professor of Physics at Jahangirnagar University
DR Zia Rahman Founder Chairman and Professor of Department of Criminology at Dhaka University -- ইত্যাদি ছাড়াও সরকারি বিজ্ঞান কলেজের অসংখ্য এলামনাই রয়েছে।

উপসংহার :
ব্যস্ত এবং ব্যয়বহুল নগরী ঢাকাতে সবুজ পরিবেশে উন্নত মানের এবং স্বল্পমূল্যে যথাযথ শিক্ষার একমাত্র পছন্দ হতে পারে সরকারি বিজ্ঞান কলেজ।ঢাকার বাহিরে থেকে আসলে যে কারোরই প্রথম চয়েস হতে পারে এই বিজ্ঞান কলেজ,কোচিং,আর্থিক,যাতায়াত,আবাসন সব কিছু নিয়েই কলেজ হতে পারে যেকারো জন্য অন্যতম সেরা পছন্দের তালিকায়।এছাড়াও কলেজ টি যেহেতু ঢাকার প্রাণকেন্দ্রে তাই ঢাকার শিক্ষার্থীরাও এই কলেজকে তাদের পছন্দের তালিকার শুরুতে রাখতে পারে।এই কলেজটিতে অধ্যায়ন না করলে এর ব্যাপারে বলে বোঝানো সম্ভব না যা বোঝার জন্য একবার হলেও কলেজটিতে আসতে হবে ।
ঠিকানা: ৩৪/বি, ওয়েস্ট ফার্মগেট - তেজতুরি বাজার রোড, ঢাকা।
কলেজ ওয়েবসাইট- https://www.gsctd.edu.bd
সরকারি বিজ্ঞান কলেজ কলেজের যেকোনো শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ -https://www.facebook.com/share/g/1TuvBMc2Ca/?mibextid=wwXIfr