
হাই হাই! কেমন আছো? অনেকদিন পর চলে এলাম।
জানো? চর্চা এ আমার যাত্রা শুরু কিভাবে? দাঁড়াও, বলছি।
এডমিশন টাইমে একটা এক্সাম প্লাটফর্ম খুঁজছিলাম । যেটাতে ইচ্ছামতো এক্সাম দেয়া যায়। কিন্তু কোনোটাই কাজের ছিলো না ।
কোনোটায় হয় নির্দিষ্ট হাতেধরা অল্প কিছু মডেল টেস্ট। আর নাহলে কোনোটায় একেবারে ৫০০ টা প্রশ্ন দিয়ে বলে একেবারে এক্সাম দিতে।(কেম্নে কি ভাই? আমার খাওয়া ঘুম নেই?)। আর নাহলে কোনটায় আকাশচুম্বী টাকা লাগবে। তো একদিন আমার পরিচিত একজনের পরামর্শে চর্চা ইন্সটল করলাম। ওদের এক্সাম ডাটাবেজ, কাস্টমাইজড এক্সাম সিস্টেম , প্রশ্নব্যাংক, টপিক ভিত্তিক যত ইচ্ছা যেভাবে ইচ্ছা নিজের মতো এক্সাম দেয়ার সুবিধা এসব আমাকে মোহিত করে তোলে। বলতে গেলে প্রেমে পড়ে যাই। এরপর থেকেই চর্চার সাথে ঝুলে আছি।
চর্চায় বেশ কিছু ফ্রি অপশন আছে। যেমন ধরো আনলিমিটেড দ্রুত প্র্যাক্টিস, আনলিমিটেড ফ্রি ডাউট সলভ, প্রশ্নব্যাংক ইত্যাদি। তবে পুরোপুরি সব সুবিধা নিতে গেলে তোমাকে প্রিমিয়াম নিতে হবে। যা নিতান্তই সস্তা। ২ ডজন ডিমের দামের থেকেও কম দাম দিয়ে ১ মাসের সাবস্ক্রিপশন নিতে পারবে
এখানে তোমরা পাবে-
১. লক্ষাধিক প্রশ্ন থেকে অধ্যায় ও টপিকভিত্তিক পরীক্ষা
২. এডমিশন পরীক্ষার আগের রাত অবধি ডেইলি টাস্ক, এবং উইকলি এক্সাম
৩.সকল এডমিশন প্রশ্নব্যাংক থেকে চর্চা করার সুযোগ
৪. এছাড়াও ডেইলি ও উইকলি লিডারবোর্ড এবং Medical, BUET, CKRUET, DU, GST ও অন্যান্য সকল ভার্সিটির স্পেশাল মডেল টেস্ট
৫. ফুল সিলেবাস কমপ্লিট
৬. ২৪/৭ ডাউট সলভিং ও স্পেশাল গাইডলাইন গ্রুপ
৭. MCQ + Written Exams ( প্রতি সপ্তাহে স্পেশাল DU, BUET & Medical standard)
৮. এক কোর্সেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি 'ক' প্রিপারেশন এর সুযোগ

চর্চা মক টেস্টঃ যেকোনো সাব্জেক্ট, অধ্যায় এবং টপিক সিলেক্ট করে আনলিমিটেড সংখ্যকবার পরীক্ষা দিতে পারবেন (পরীক্ষা শেষে লিডারবোর্ড পাবেন এছাড়া প্রতিটি সলুশন শেষে শর্ট ইনফো দেয়া থাকে)
চর্চা ডাউটস: চর্চা অ্যাপ এ ফ্রীতে যেকোনো প্রব্লেম সলভ করে দেয়া হয়। তোমাকে শুধু অ্যাপ এ তোমার সমস্যা পোস্ট করতে হবে।
চর্চা লাইভ এক্সামঃ চর্চার পক্ষ থেকে HSC ব্যাচের জন্য ২ বার রুটিনভিত্তিক মডেল্টেস্ট নেয়া হবে একবার টেস্ট পরীক্ষার আগে একবার পরে , পরীক্ষার প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড হবে
চর্চা আর্কাইভঃ এটি অনেকটা ডিজিটাল প্রশ্নব্যাংক সেকশন এখানে আপনি পাবেন একাডেমিক বিগত বছরের বোর্ড প্রশ্ন ব্যাংক ও এডমিশনে বিগত বছরের সকল প্রশ্নপত্র আর সেগুলোর উপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন এছাড়া HSC এর সকল বোর্ড প্রশ্নের ডিজিটাল প্রশ্নব্যাংক পাবেন
চর্চা প্রিমিয়াম সলভঃ এছাড়াও আমাদের প্রিমিয়াম মেম্বারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে যেকোনো প্রব্লেম সলভ করে দেয়া হয় এবং ২৪/৭ হেল্পলাইন রয়েছে
চর্চা লিডারবোর্ডঃ আমাদের পরীক্ষা সারাদেশে অসংখ্য শিক্ষার্থী দেয় তাই লিডারবোর্ড এর মাধ্যমে সারাদেশে নিজের র্যাংকিং চেক করতে পারবেন
১. তোমার পার্সোনালাইজড প্ল্যানার
২. ডেইলি ও উইকলি প্র্যাক্টিস
৩. লক্ষাধিক প্রশ্ন থেকে টপিকওয়াইজ প্র্যাক্টিস
৪. ডেইলি ও মান্থলি লিডারবোর্ড
৫. বিসিএস, ব্যাংক ও শিক্ষক নিয়োগ সহ সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংক
৬. ২৪/৭ প্র্যাক্টিস গ্রুপ
১ মাস | ২ মাস | ৩ বাস | ৬ মাস | ১২ মাস |
১৯৯ টাকা ( <s>২৪৯ টাকা</s> ) | ৩৯৯ টাকা ( <s>৪৯৯ টাকা</s> ) | ৪৫৯ টাকা ( <s>৫৯৯ টাকা</s> ) | ৭৯৯ টাকা ( <s>৯৯৯ টাকা</s> ) | ১৪৩৯ টাকা ( <s>১৭৯৯ টাকা</s> ) |
সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে নিচের লিংকে গিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে
লিংকঃ https://chorcha.net/upgrade


বাংলাদেশের মানুষ পারলে রিকশাওয়ালার সাথেও দামাদামি করে দাম কমিয়ে নেয় । তো চর্চায় কি কোনো ডিসকাউন্ট অপশন নেই? অবশ্যই আছে
চর্চায় সাবস্ক্রিপশন নেয়ার সময় কুপন অপশনে গিয়ে CHORCHA লিখলেই পাবে ২০% ডিসকাউন্ট |
এই লিংকে গিয়ে পেমেন্ট এর সময় কুপন দিতে হবে। উল্লেখ্য, তুমি যতবার সাবস্ক্রিপশন নিবে, ততবার ই এটা ব্যাবহার করা যাবে
লিংকঃ https://chorcha.net/upgrade

ধাপ ১ | ধাপ ২ |
|---|---|
![]() | ![]() |
লিংক এ গিয়ে পছন্দসই সাবস্ক্রিপশন নিবো | পছন্দসই মোবাইল ব্যাংকিং এজেন্ট/ কার্ড চ্যুজ করে তাদের নিয়ম অনুসারে পেমেন্ট করবো |
দেশের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন “চাকরি প্রস্তুতি”। বই, নোট আর প্রাইভেট টিউশন ঘুরে সময় চলে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায় - প্রস্তুতি কি সঠিকভাবে হচ্ছে?
এই প্রশ্নের সমাধান এনেছে চর্চা অ্যাপ - বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন লার্নিং ও এক্সাম প্রিপারেশন প্ল্যাটফর্ম, যা এখন BCS, ব্যাংক, শিক্ষক নিয়োগ, NTRCA ও অন্যান্য সরকারি চাকরির প্রার্থীদের জন্য পুরো প্রস্তুতির ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলেছে।
BCS, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও অন্যান্য সরকারি চাকরির বিগত বছরের প্রশ্নগুলো আলাদা আলাদা বই ঘেঁটে খোঁজার ঝামেলা এখন অতীত। চর্চা আর্কাইভ সেকশনে আপনি পাবেন প্রতিটি পরীক্ষার বছরভিত্তিক, বিষয়ভিত্তিক ও টপিকভিত্তিক প্রশ্নব্যাংক। আপনার সুবিধামতো যেকোনো বছরের প্রশ্ন বেছে নিয়ে সরাসরি পরীক্ষাও দিতে পারবেন। সব প্রশ্নের ব্যাখ্যাসহ সঠিক উত্তর ও শর্ট নোট সংযুক্ত থাকে, যাতে শেখা হয় বোঝার মাধ্যমে, মুখস্থ নয়।
এখানে রয়েছে-
BCS Preliminary (১ম থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত)
ব্যাংক নিয়োগ (বাংলাদেশ ব্যাংক, সোনালী, রূপালী, জনতা ইত্যাদি)
শিক্ষক নিয়োগ, NTRCA ও প্রাইমারি পরীক্ষা
অন্যান্য সরকারি নিয়োগ (বিভিন্ন মন্ত্রণালয়, কমিশন, কর্পোরেশন)
প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো “টাইম ম্যানেজমেন্ট” ও “এক্সাম প্রেসার হ্যান্ডলিং”।চর্চা এই চ্যালেঞ্জ মোকাবিলায় দিয়েছে Real Exam Simulation Model Test System।
👉 এখানে আপনি যেকোনো সময় BCS Standard Model Test দিতে পারবেন,
👉 ব্যাংক নিয়োগের জন্য রয়েছে Bank Job Model Test Series,
👉 প্রতিটি পরীক্ষার শেষে আপনার স্কোর, সময় বিশ্লেষণ, ভুল উত্তর এবং সঠিক উত্তরগুলোর ব্যাখ্যা - সব কিছু বিস্তারিতভাবে দেখা যাবে।
আরও মজার বিষয় হলো - পরীক্ষার শেষে চর্চা লিডারবোর্ডে আপনি দেখতে পারবেন সারাদেশের মধ্যে আপনার অবস্থান, র্যাংক, ও পারসেন্টাইল স্কোর। অর্থাৎ প্রতিটি টেস্টই আপনার জন্য একেকটি ছোট প্রতিযোগিতা!
প্রত্যেক প্রার্থীর প্রস্তুতি এক নয়। কেউ শক্তিশালী ইংরেজিতে, কেউ দুর্বল গণিতে বা সাধারণ বিজ্ঞানে।
চর্চা অ্যাপে রয়েছে Topicwise Practice Section, যেখানে আপনি নির্দিষ্ট টপিক বেছে নিয়ে শুধুমাত্র সেটার উপর প্র্যাকটিস করতে পারবেন। যেমন-
বাংলা সাহিত্য থেকে “প্রাচীন কবিতা”,
ইংরেজি থেকে “Tense & Preposition”,
সাধারণ জ্ঞান থেকে “আন্তর্জাতিক সংস্থা”,
ব্যাংক গণিত থেকে “Simple Interest” বা “Profit-Loss”।
এইভাবে ধারাবাহিক প্র্যাকটিস করলে দুর্বল জায়গাগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে যায়।
BCS বা ব্যাংক পরীক্ষায় সফলতা শুধু জ্ঞান নয়, অভ্যাসও প্রয়োজন। চর্চা তাই দিয়েছে Daily Task এবং Weekly Exam System।
প্রতিদিন নির্দিষ্ট টপিক ধরে কিছু প্র্যাকটিস প্রশ্ন প্রদান করা হয় - যেগুলো দ্রুত সমাধান করা যায়। অন্যদিকে প্রতি সপ্তাহে থাকে Full-Length Weekly Exam, যেখানে পুরো সপ্তাহে শেখা টপিকগুলো একসাথে পরীক্ষা করা হয়। এই সিস্টেমে আপনি বুঝতে পারবেন - কোন বিষয়গুলো ভালো আয়ত্ত হয়েছে, আর কোথায় আরও প্র্যাকটিস দরকার।
প্রস্তুতির সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় Guidance।
চর্চা অ্যাপে রয়েছে এমন একটি বিশেষ ফিচার - যেখানে আপনি নিজের প্রশ্ন, কনফিউশন, বা সমাধান না পাওয়া সমস্যা পোস্ট করতে পারবেন, আর এক্সপার্ট টিম সেটির ব্যাখ্যা করে সলভ করে দেবে। প্রিমিয়াম মেম্বারদের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন গ্রুপ, যেখানে দিনরাত ২৪ ঘণ্টা সাপোর্ট পাওয়া যায়।
প্রত্যেক প্রার্থীর লক্ষ্য, সময়, আর সক্ষমতা আলাদা। চর্চার “Planner” ফিচার আপনার প্র্যাকটিস রেকর্ড অনুযায়ী সাজিয়ে দেয় একটি ব্যক্তিগত প্রস্তুতি রোডম্যাপ। এটি বিশ্লেষণ করে-
আপনি কোন টপিকে দুর্বল,
কোন ধরনের প্রশ্নে বেশি সময় নিচ্ছেন,
কোন বিষয়ের স্কোর ধারাবাহিকভাবে কমছে,
এবং সেই অনুযায়ী সাজায় Smart Study Routine।
অর্থাৎ, চর্চা এখন শুধু একটি অ্যাপ নয় - বরং একপ্রকার “Personal BCS Coach”।
একজন প্রার্থী তখনই বেশি শেখেন, যখন তিনি অন্যদের পারফরম্যান্স দেখে নিজের অবস্থান বোঝেন।
চর্চা লিডারবোর্ড সেই মোটিভেশনটাই প্রদান করে।
প্রতিটি Model Test, Weekly Exam বা Practice Test শেষে দেখা যায়-
সারাদেশের মধ্যে আপনার র্যাংক
আপনার প্রগ্রেস ট্রেন্ড
এবং গড়ের তুলনায় আপনি কতটা এগিয়ে
এই প্রতিযোগিতার মধ্য দিয়েই তৈরি হয় প্রকৃত প্রস্তুতি।
যারা সত্যিকারের প্রস্তুতি নিতে চান, তাদের জন্য রয়েছে চর্চা প্রিমিয়াম প্যাকেজ,
যেখানে আনলক হয় সব এক্সক্লুসিভ ফিচার - Mock Test, Archive, Planner, 24/7 Doubt Solve ও Special Model Test।


মেয়াদ | মূল্য | অফার মূল্য |
১ মাস |
| ১৯৯ টাকা |
২ মাস |
| ৩৯৯ টাকা |
৩ মাস |
| ৪৫৯ টাকা |
৬ মাস |
| ৭৯৯ টাকা |
১২ মাস |
| ১৪৩৯ টাকা |


বাংলাদেশের মানুষ পারলে রিকশাওয়ালার সাথেও দামাদামি করে দাম কমিয়ে নেয় । তো চর্চায় কি কোনো ডিসকাউন্ট অপশন নেই? অবশ্যই আছে
চর্চায় সাবস্ক্রিপশন নেয়ার সময় কুপন অপশনে গিয়ে CHORCHA লিখলেই পাবেন ২০% ডিসকাউন্ট |
এই লিংকে গিয়ে পেমেন্ট এর সময় কুপন দিতে হবে। উল্লেখ্য, তুমি যতবার সাবস্ক্রিপশন নিবে, ততবার ই এটা ব্যাবহার করা যাবে
লিংকঃ https://chorcha.net/upgrade

ধাপ ১ | ধাপ ২ |
|---|---|
![]() | ![]() |
লিংক এ গিয়ে পছন্দসই সাবস্ক্রিপশন নিবো | পছন্দসই মোবাইল ব্যাংকিং এজেন্ট/ কার্ড চ্যুজ করে তাদের নিয়ম অনুসারে পেমেন্ট করবো |
১. যেভাবেই পে করো তাতে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে
২. পেমেন্ট করার সময় এভাবে লগিন করা আছে ঠিক সেভাবেই লগিন করতে হবে। মানে একাউন্ট ওপেন করার সময় ইমেইল অথবা মোবাইল নম্বর যেটাই ব্যাবহার করো। সাবস্ক্রিপশনের পর ঠিক সেটা দিয়েই লগিন করতে হবে। নাহলে কিন্তু প্রিমিয়াম ব্যাবহার করতে পারবে না।