
একটা সময় ছিল, ঈদের সকালে দরজায় দরজায় গিয়ে বন্ধুদের ডাকা হতো।
"আয়, একসাথে নামাজে যাই।"
সেই চোখে চোখে তাকানো, সেই হাঁটার পথে গল্প, ঈদের নামাজ শেষে সেই অদ্ভুত শান্ত কোলাকুলি।
আজও ঈদ আসে, নতুন কাপড়, বাহারি খাওয়া, স্ট্যাটাসে ভেসে বেড়ায় “ঈদ মোবারক” শব্দটা।
কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে কিছু!
হারিয়ে গেছে সেই ‘বন্ধুত্বের ঈদ’।
কিন্তু আজকের প্রজন্ম, যারা স্কুল-কলেজ পেরিয়ে ভর্তি যুদ্ধের মাঝপথে দাঁড়িয়ে, তাদের কাছে ঈদ মানে অনেক সময়ই 'পড়ার গ্যাপ' বা 'সেলফ স্টাডির সময়' হয়ে দাঁড়ায়। আত্মীয় বাড়ি গিয়ে চোখের কোণে চুপচাপ বইয়ের কথা ভাবা, একা একা সেলফোনে নোট ঘাঁটা - এটাই যেন বাস্তবতা।
চর্চা অ্যাপ এই বাস্তবতাকে ভাঙতে চায়।
এই ঈদে চর্চা একটি নতুন বার্তা নিয়ে এসেছে -
“এবার ঈদে হোক বন্ধুত্বের চর্চা।”
মাহিন আর সামিয়া একই স্কুলে পড়ালেখা করলেও পরিস্থিতির চাপে শহরে চলে যেতে হয় মাহিনকে। এখন প্রত্যন্ত গ্রামে থাকার কারনে সামিয়া বেশ চিন্তায় ই থাকে, আর ভাবে “ইশশ ! যুদি কোথাও ভালোমতো প্র্যাক্টিস করতে পারতাম। ঠিক তখন ই তার ফোনে একটা মেসেজ আসে, “চর্চা অ্যাপ এ মাহিন তোমাকে ঈদ সালামি হিসাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাঠিয়েছে“, সাথে মাহিন এর লেখা ঈদ কার্ড, “কী! কেমন চমকে দিলাম?“ মুহূর্তেই বিষন্ন সামিয়ার মুখে হাসি ফুটে ওঠে।
আমাদের শিক্ষাব্যবস্থা বহুদিন ধরেই একজন শিক্ষার্থীকে 'নিঃসঙ্গ পথিক' করে তুলেছে। যেকোনো প্রতিযোগিতা মানেই একা একা সব পড়ে ফেলতে হবে, নিজের রেজাল্টটা নিজের জোরেই করতে হবে।
কিন্তু একটু চিন্তা করে দেখো, তুমি কি কখনো ক্লাসের কোনো বন্ধুর একটি টিপস বা বোঝানোর মাধ্যমে পুরো একটা অধ্যায় বুঝে গিয়েছিলে? অথবা কারও শেয়ার করা একটি শর্ট নোট পরীক্ষার আগের রাতে রক্ষা করেছে তোমায়?
বন্ধুত্ব মানেই শুধু আড্ডা নয়,
বন্ধুত্ব মানে শেখার সহজ পথ খুঁজে পাওয়া।চর্চা অ্যাপ এই ‘বন্ধুত্বভিত্তিক শেখার সংস্কৃতি’-কেই এবার ঈদের উপলক্ষে সামনে এনেছে, ঈদ সালামি ক্যাম্পেইন। যেখানে তোমার বন্ধুকে ঈদ উপলক্ষে পাঠাতে পারো ঈদ কার্ড, অথবা সালামি হিসাবে উপহার দিতে পারো চর্চা প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
পদ্ধতি ০১ঃ বন্ধুকে ঈদ কার্ড পাঠাই (৩ অংশে)
অংশ ১ঃ বন্ধুকে খুঁজে বের করি
ধাপ ০১ঃ | ধাপ ০২ঃ | ধাপ ০৩ঃ | ধাপ ০৪ঃ |
![]() | ![]() | ![]() | ![]() |
প্রথমে প্রোফাইলের উপরে ডান পাশে ইমেজ আইকনে ক্লিক করো | ঈদ গিফট এ ক্লিক করো… | কনট্যাক্ট লিস্ট থেকে বন্ধুর কনট্যাক্ট সিলেক্ট করি | বন্ধুর কনট্যাক্ট না পেলে ম্যানুয়ালি নম্বর টাইপ করি |
অংশ ২ঃ ঈদ শুভেচ্ছা মেসেজ লিখি
ধাপ ০৫ঃ | ধাপ ০৬ঃ | ধাপ ০৭ঃ | ধাপ ০৮ঃ সাবাশ!! ঈদ কার্ড পাঠানো হয়েছে |
![]() | ![]() | ![]() | ![]() |
শুভেচ্ছা মেসেজ এ ঈদ মেসেজ লিখি | “ছবি যুক্ত করো” অপশনে ক্লিক করে যেকোনো ছবি সিলেক্ট করতে পারো | এগিয়ে যাও এ ক্লিক করো | তোমার ঈদ কার্ড পাঠানো হয়েছে।এখানে তোমার শিডিউলড করা সব ঈদ কার্ড দেখতে পারবে। নিউ এ ক্লিক করে নতুন একটা ঈদ কার্ড পাঠাতে পারবে |
ধাপ ০১ঃ | ধাপ ০২ | ধাপ ০৩ঃ সাবাশ! সম্পন্ন |
|---|---|---|
![]() | ![]() | ![]() |
৪০% ডিসকাউন্টে সাবস্ক্রিপশন গিফট করো এ ক্লিক করি | যত মাসের সাবস্ক্রিপশন দিতে চাই তা সিলেক্ট করি | সাবাশ! সালামি পাঠান হয়ে গিয়েছে |
রক্তের সম্পর্কের মতো বন্ধুত্বে থাকে না কোনো আইন বা বাধ্যবাধকতা , কিন্তু তবুও এটাই সবচেয়ে টেকসই। বন্ধুত্ব গড়ে ওঠে আস্থার ওপর, বাড়ে যত্নে, আর টিকে থাকে ছোট ছোট মুহূর্তের যত্নে। তাই ঈদের দিনটা হোক না সেই যত্নের একটা উপলক্ষ। একটিমাত্র মেসেজ, একবার চর্চায় ঈদ কার্ড দিয়ে করে বলা—"ঈদ মোবারক, তোকে মিস করি"—এইটুকুই তো দরকার।
চর্চাতে আমরা দেখি, শিক্ষার্থীরা একা পড়তে চায় না, চায় বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করতে, leaderboard-এ একসাথে উঠতে, আর নোটিফিকেশনের এর স্ক্রীণশট এর সাথে মজার মজার পস্ট শেয়ার করতে। শিক্ষার এই নতুন জগতে বন্ধুত্ব শুধু সহপাঠী নয়, বরং হয়ে উঠছে অনুপ্রেরণার হাতিয়ার।
তাই এই ঈদে, চর্চা পরিবার চায়—তুমি তোমার পুরোনো বন্ধুটাকে ট্যাগ করো, আবার একটা মক টেস্টে ডাকো, কিংবা শুধু বলো, “আয়রে ভাই, আবার একসাথে পড়ি।” ঈদের খুশির থেকেও বড় খুশি—পুরোনো বন্ধুকে নতুন করে ফিরে পাওয়া।
বন্ধুকে একটা ঈদ কার্ড পাঠাবো
কমপক্ষে পাঁচজন বন্ধু কে চর্চা-তে ইনভাইট করবো
পড়াশোনার পাশাপাশি সম্পর্কটাও ঠিক রাখবো
আমাদের জীবনে ঈদের সংখ্যা হয়তো অল্প, কিন্তু প্রতিটা ঈদে যদি একজন করে পুরোনো বন্ধুকে ফিরে আনি, একদিন হয়তো সম্পর্কগুলো আবার গেঁথে যাবে নতুন করে।
তাই চলো, এই ঈদে বন্ধুত্বের চর্চা হোক — চর্চা অ্যাপ এর সাথে
ঈদ মোবারক, বন্ধু!
– চর্চা পরিবার