তরঙ্গ
অজানা কম্পাংকের বাহুতে মোম লাগালে যদি বিট সংখ্যা বাড়ে তাহলে অজানা কম্পাংক জানা কম্পাংকের চেয়ে -
সুরশলাকার সাথে মোম লাগালে বা ভর বৃদ্ধি করলে সুরশলাকার কম্পাঙ্ক হ্রাস পায়। সুতরাং, মোম লাগানোর পরে যদি বীট বৃদ্ধি পায় তবে অজানা কম্পাঙ্কের মান জানা কম্পাঙ্কের চেয়ে কম হবে।
ধরি, f1 = 500 Hz এবং f2 অজানা। এদের মধ্যে বীট সংখ্যা 5। অর্থাৎ, f2 = 505 Hz অথবা 495 Hz। এখন, দ্বিতীয় সুরশলাকায় মোম লাগানোর ফলে এর কম্পাঙ্ক হ্রাস পাবে। ধরা যাক, তখন কম্পাঙ্ক হবে 503 অথবা 493 Hz। যদি 503 Hz হয়, তবে বীট হবে, 503-500 = 3 টি আর যদি 493 Hz হয়, তবে বীট হবে, 500-493 = 7 টি। এ থেকে বোঝা যায় যে, অজানা কম্পাঙ্কের মান ছোট হলেই মোম লাগানোর পরে বীট বৃদ্ধি পাওয়া সম্ভব অন্যথায় নয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই