কাজ
অদ্রির মতে-
কোন বল দ্বারা কৃতকাজ বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল নয়
বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি নয়গুণ হয়ে যাবে
নির্দিষ্ট পরিমান কাজ করার ক্ষেত্রে ক্ষমতা সময়ের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
কোন বল দ্বারা কৃতকাজ বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল,
আমরা যদি বস্তুর ভোর এবং বস্তুর বেগ ধরি তাহলে বস্তুর গতি শক্তি হবে
এখন যদি বস্তুর ভর ও বেগ দিগুন করা হয় তাহলে নতুন ভর হবে ও বেগ হবে তাহলে নতুন গতি শক্তি হবে
অতএব নতুন গতি শক্তি পুরোনো গতি শক্তির ৪ গুণ হবে।
ক্ষমতা
বা, ক্ষমতা
একটি সুতার সাহায্যে ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে সমত্বরণে উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো।
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 m ও ব্যাসার্ধ 1 m। কুয়াটি পানিশূন্য করার জন্য 6 HP একটি পাম্প লাগানো হল। অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আরও একটি পাম্প লাগানো হল।
একটি কণার উপর বল প্রয়োগ করায় P (2, 1, – 3) বিন্দু হতে Q (3,– 2, 1) বিন্দুতে স্থানান্তরিত হয়। অপর একটি বল এর সাথে প্রযুক্ত হয়ে কণাটিকে P বিন্দু হতে R (–2; 1, 3) বিন্দুতে স্থানান্তরিত করে।
একটি দালানের ছাদের সাথে দুটি মই লাগানো আছে। একটি মই এর দৈর্ঘ্য 5m এবং এটি অনুভূমিকের সাথে 60° কোণ করে রয়েছে। দ্বিতীয় মইটির দৈর্ঘ্য 6m এবং এটি অনুভূমিকের সাথে 46.2° কোণ করে রয়েছে। দুইজন নির্মাণ শ্রমিক উভয়ে 20 kg বোঝা নিয়ে 1 মিনিটে ভিন্ন ভিন্ন মই ব্যবহার করে ছাদে উঠতে পারেন। প্রথম মই বেয়ে যিনি উঠেন তার ভর 60kg এবং দ্বিতীয় মই বেয়ে যিনি উঠেন তার ভর 70kg।