মাইটোসিস ও এর ধাপ
অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হল-
টিউমার
যক্ষা
ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। কোনো কারণে এই নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে থাকে, ফলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার অর্থ হলো ‘crab’ অর্থাৎ কাঁকড়া।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডলযন্ত্র অদৃশ্য হয়ে যায় ?
কোষ বিভাজনের কোনো এক দশায় প্রতিটি ক্রোমোসোম আকর্ষণ তন্ত্রর সাথে যুক্ত হয়ে ক্রোমোসোমীয় নৃত্য প্রদর্শন করে। আবার আর এক ধরনের কোষ বিভাজনের সময় প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে ইংরেজি 'X' অক্ষরের ন্যায় যুক্ত থাকে।
জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের ক্ষেত্রে বলা যায়-
i. জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যাবৃদ্ধি
ii. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা
iii. ক্রমাগত ক্ষয় পূরণ
নিচের কোনটি সঠিক?
মাইটোসিস ও মায়োসিস এর বৈসাদৃশ্য-
DNA রেপ্লিকেশন
ক্রসিং ওভার
ক্রোমোজম সংখ্যা
নিচের কোনটি সঠিক?