ওয়ারলেস কমিউনিকেশন ও এর প্রয়োজনীয়তা
অনেকগুলো পিকোনেট মিলে কি গঠিত হতে পারে?
ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়-এর আওতায় সর্বোচ্চ ৪ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলো স্নেভ ডিভাইস হিসেবে কাজ করে। কতকগুলো পিকোনেট মিলে আবার একটি স্ক্যাটারনেট গঠিত হতে পারে।
তারেকের বাসার ডেস্কটপ কম্পিউটারটি টেলিফোন লাইনের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত। মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট ডেটা চার্জ বেশি হওয়ায় সে তার মোবাইল, ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করতে চায়, যাতে সে তার মোবাইলের মাধ্যমেই বিদেশে অবস্থানরত পিতার সাথে ভিডিও কল করতে পারে।
বাংলাদেশের প্রথম জিওস্টেশনারি স্যাটেলাইট কোনটি?
অসংখ্য দর্শক-শ্রোতার কাছে তথ্য পৌঁছে দিতে পারে— i.একজন উপস্থাপক ii.একজন ডাক্তার iii. সংবাদ পাঠক
নিচের কোনটি সঠিক?