আমার পথ

'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?'

এখানে কাজী নজরুল ইসলাম 'বাইরের গোলামি' বলতে কাদের গোলামির কথা বুঝিয়েছেন?

DCC 24

•কাজী নজরুল ইসলাম তার এই উক্তিতে "অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?" সমাজে অদৃশ্য কিন্তু শক্তিশালী 'গোলামি' বা দাসত্বের মানসিকতা সম্পর্কে কথা বলেছেন।'বাইরের গোলামি' বলতে কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের শাসন, যারা ভারতবর্ষকে উপনিবেশ করে দীর্ঘকাল শোষণ করেছিল। নজরুল জানতেন, যতদিন মানুষ নিজেদের মধ্যে আত্মবিশ্বাস এবং স্বাধীনতা ভাবনা গড়ে না তুলবে, ততদিন বাইরের শাসকদের বিরুদ্ধে লড়াই করা কঠিন।

আমার পথ টপিকের ওপরে পরীক্ষা দাও