বাংলা শব্দের উচ্চারণ
‘অভিব্যাপ্তি' শব্দটির যথাযথ উচ্চারণ কোনটি?
•অভিব্যাপ্তি শব্দটির যথাযথ উচ্চারণ : ওভিব্ ব্যাপতি । এখানে অ এর উচ্চারণ ও এর মতো হবে।
'জয়ধ্বনি' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
বৈয়াকরণিক, মুহূর্মুহু, প্রোজ্জলন, কুপমন্ডুক, পিপিলীকা, দিবারাত্রি, সুষ্ট, ষ্টেডিয়াম।
কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?
'উদ্বুদ্ধ' শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে