২.১ রাদারফোর্ড, বোর পরমাণু মডেল
অরবিটাল কি?
পাঁচটি d-অরবিটালের নাম লিখ ও এদের ত্রিমাত্রিক চিত্র অংকন কর। তড়িৎ ঋনাত্বকতা ও ইলেক্ট্রন আসক্তির মধ্যে প্রধান পার্থক্য কী?
নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে।

তড়িৎ ঋণাত্মকতা:
১) কোন মৌলের পরমাণুর বন্ধনী ইলেকট্রন জোড় কে নিজের দিকে টানবার ক্ষমতাকে ভার তড়িৎ ঋণাত্মক্কা বলে।
২) তড়িৎ ঋণাত্মকতা কোনো মৌলের পরমাণুর অণুর মধ্যে বন্ধন দ্বারা যুক্ত অবস্থার ধর্ম।
৩) ভড়িৎ ঋণাত্মকতার কোনো একক নেই। বিভিন্ন স্কেলে এর মান সংখ্যার সাহায্যে প্রকাশিত হয়।
ইলেকট্রন আসক্তি:
১) কোনো মৌলের গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করে একটি গ্যাসীয় অ্যানায়ন এ পরিণত হবার সময় যে পরিমাণ শক্তি ভ্যাগ করে তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বা তড়িৎ আসক্তি বলে।
২) ইলেকট্রন আসক্তি কোন মৌলের পরমাণুর বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর ধর্ম।
৩) এর একক eV/পরমাণু বা Kcal/mol বা kJ/mol.
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই