বিলাসী
অসুস্থ সুমন মিয়ার দুর্দিনে তার সব আত্মীয়স্বজন দূরে চলে যায়। তার স্ত্রী নিজের গয়না বিক্রি করে এবং সমস্ত সঞ্চয় নষ্ট করে সুমন মিয়ার ভালো চিকিৎসার ব্যবস্থা করে। স্ত্রীর সেবা ও ডাক্তারদের প্রচেষ্টায় সুমন মিয়া সুস্থ হয়ে তার সব সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়। এতে তার আত্মীয়স্বজনেরা সুমন মিয়াকে কটাক্ষ করে বিভিন্ন অপবাদ প্রচার করতে থাকলে সুমন মিয়া তার স্ত্রীর ত্যাগ আর দয়ার্দ্র আচরণের কথা মনে করিয়ে দেয়।
'বিলাসী' নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
"দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না।"
এখানে 'জোড়া' শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
করি না বিচার জাতিধর্মের
কোনো ভেদাভেদ ভাষা বর্ণের
সবাই মানুষ এই পরিচয়
হৃদয়ে নিরন্তর।
মৃত্যুঞ্জয়ের তিনকুলে কেউ নেই। বিশাল পোড়া বাড়ির মাঝখানে ভাঙা কুটিরে তার বাস। কিন্তু তার সম্পদে লালসা জাগে খুড়োর। স্বার্থ সিদ্ধির জন্য মৃত্যুঞ্জয়ের নামে নানা অপকৌশল রটনা করে।
প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও বিলাসী গল্পে যেদিক ফুটে উঠে-
i. সমাজ শোষণ
ii. ব্যক্তিস্বার্থ চেতনা
iii. দারিদ্র্যের প্রতি করুণা
নিচের কোনটি সঠিক?