অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি?
ইমিউনোগ্লোবিউলিন E (IgE) : দেহের মোট Ig-র মধ্যে প্রায় ০.১% হচ্ছে IgE । এটি দুর্লভ Ig । B—কোষ, মাস্টকোষ ও বেসোফিলে এ Ig পাওয়া যায়। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে এটি প্রদাহ সাড়া (inflammatory response) সক্রিয় করে । বিভিন্ন অ্যালার্জিক সাড়া দানে (যেমন-সন্ধিবাতে) এ অ্যান্টিবডির ভূমিকা বেশ নেতিবাচক প্রমাণিত হয়েছে ।
সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিনযুক্ত হয়ে সিনাপটিক ক্লেফট এ বেরিয়ে আসে?
শিক্ষক বললেন, মানুষের বৃক্কের ওপর অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও ADH নামক হরমোন বৃক্কের কাজে সহায়তা করে ।
উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি —-
i. দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে
ii. ভয়, আনন্দ ও শোক প্রকাশে ভূমিকা রাখে
iii. দেহরসের অভিস্রবণিক ঘনত্ব বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
মস্তিষ্কে অবস্থিত সবচেয়ে ছোট শক্তিশালী গুরুত্বপূর্ণ গ্রন্থিটি দেহের অন্যান্য অংশে অবস্থিত গ্রন্থিগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।