অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া

অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি?

SB 17

ইমিউনোগ্লোবিউলিন E (IgE) : দেহের মোট Ig-র মধ্যে প্রায় ০.১% হচ্ছে IgE । এটি দুর্লভ Ig । B—কোষ, মাস্টকোষ ও বেসোফিলে এ Ig পাওয়া যায়। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে এটি প্রদাহ সাড়া (inflammatory response) সক্রিয় করে । বিভিন্ন অ্যালার্জিক সাড়া দানে (যেমন-সন্ধিবাতে) এ অ্যান্টিবডির ভূমিকা বেশ নেতিবাচক প্রমাণিত হয়েছে ।

অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও