রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি

আণবিক কাঁচি বলা হয় কোনটিকে? 

মাজদো বেগম ম্যাম

রেষ্ট্রিকশন এনজাইমকে বলা হয় ‘আণবিক কাচি বা Molecular scissor'। রেষ্ট্রিকশন এনজাইম দিয়ে DNA অণুর সুনির্দিষ্ট জিন বা DNA অণু কাটা যায়। এ পর্যন্ত ২৫০টিরও বেশি রেষ্ট্রিকশন এনজাইম আবিষ্কৃত হয়েছে। এটি সাধারণত ৪-৬ জোড়া ক্ষারক অংশ কেটে থাকে। যেমন- Hind III, Bam HI, Mbo I ইত্যাদি।

রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও