পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি
আণবিক তত্ত্ব ব্যাখ্যা করে -
তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা তার ক্ষেত্রফল হ্রাস করতে চেষ্টা করে এবং সঙ্কুচিত হতে চায়, ফলে মুক্ত পৃষ্ঠটি একটি টান টান স্থিতিস্থাপক পর্দার ন্যায় আচরণ করে এবং টান অবস্থায় থাকে । এ টান তরলের পৃষ্ঠের স্পর্শক বরাবর ক্রিয়া করে। তরল পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে এ টান ঐ রেখার সাথে লম্ব হয় । রেখার প্রতি একক দৈর্ঘ্যে উদ্ভূত এ টানই পৃষ্ঠটান ।
পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হল।তারপরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল।পরিমাপ করে দেখা গেল প্রতিটি ফোঁটার ব্যাস 4×10-7m । এরকম আঁটটি পানির ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরী করা হল।পানির পৃষ্ঠটান 72×10-3 N/m হলে,
(i)বড় পানি ফোঁটার ব্যাস কত?
(ii)পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
5cm. ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ-
T=3×10-2 Nm-1
তার্পিন তেলের পৃষ্ঠ টানএবং ঘনত্ব
সাবান কাপড় পরিষ্কার করতে সহায়তা করে কারণ-