প্রত্যাবর্তনের লজ্জা
'আবার আমি ঘরে ফিরবো'- কথাটির অন্তরালে কবির যে অনুভূতি লুকিয়ে আছে-
i. আত্মানুসন্ধান
ii. শেকড়ে ফেরা
iii. প্রকৃত রহস্য উন্মোচন
নিচের কোনটি সঠিক?
কবি ট্রেন ধরতে ব্যর্থ হয়ে যখন বাড়ি ফিরছেন তখন গ্রামবাংলার চিরচেনা রূপ তাঁর স্মৃতিবিজড়িত স্থান তাঁকে মুগ্ধ করে। তাই এ স্থান ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে অন্যায় মনে করে তিনি আবার মাতৃভূমির কোলে ঠাঁই পেতে চান।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে
চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
উদ্দীপকের ভাবার্থ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
স্বপ্নের ঘোরে রাতদিন ডুবে থাকা
তবু হয় না স্বপ্নপূরণ;
আমার অস্থিমজ্জায় এখন কড়কড়ে টাকার গন্ধ, এ এক অবিশ্বাস্য নগরের জাদুমন্ত্র যেন।
উদ্দীপকে ফুটে উঠা ভাবটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির সঙ্গে
যেদিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ-
i. নাগরিক জীবনের প্রতি অনীহা
ii. পরাজয়ের গ্লানি
iii. স্বপ্নপূরণের তীব্র আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
'উৎকণ্ঠিত' শব্দটির অর্থ কী?
মন ছুটেছে মায়ের পানে
মাটির সোঁদা গন্ধ মেখে
ফিরবো আবার প্রাণে মনে।
সকালের সোনারোদ উঠবে হেসে সব ঘরে
গোধূলির রাঙা প্রলেপ মেখে ফিরবে পাখি নীড়ে।
কবিতাংশে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার প্রতিফলিত ভাব হলো-
i. শেকড়ের কাছে ফেরা
ii. প্রকৃতির প্রতি মুগ্ধতা
iii. স্বদেশ ভাবনা
নিচের কোনটি সঠিক?