বায়ান্নর দিনগুলো
আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগানে শহর-বন্দর-গ্রাম আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছে। কার্টুন, দেয়াল লেখা, গানের মাধ্যমে সংগ্রামের চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছিল সর্বত্র।
উদ্দীপকে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে?
বায়ন্নর দিনগুলো গল্পে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছেন বঙ্গবন্ধু। তিনি জেলে দিনের পর দিন অনশন করে গেছেন। ফরিদপুর জেলে যাওয়ার সময় তিনি বলেন, “ একদিন মরতেই হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সেই মরাতেও শান্তি আছে ।”