বিখ্যাত ব্যক্তিত্ব
আমার একটি স্বপ্ন আছে' এ বাক্যটি কোন ব্যক্তি তাঁর ভাষণে বলেছিলেন?
• মার্টিন লুথার কিং ১৫ জানুয়ারি ১৯২৯ সালে জর্জিয়ার আলান্টায়, মেমফিস শহরে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।
• তিনি ছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী।
• ১৯৬৩ সালে ২৮ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে I have a dream (আমার একটি স্বপ্ন আছে) শীর্ষক ভাষণটি দিয়েছিলেন।
• ১৯৬৪ সালে মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
• মৃত্যুবরণ করেন- ৪ এপ্রিল ১৯৬৮ সালে টেনিস, যুক্তরাষ্ট্র।