আমার পথ
“আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য”- কথাটি কার?
•কাজী নজরুল ইসলামের প্রবঙ্ধ গ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ এর একটি উল্মেখযোগ্য প্রবন্ধ ‘আমার পথ’ প্রবন্ধে উল্লেখিত মন্তব্যটি করেছেন।
•প্রথম নাইন- আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে সত্য।
•শেষ নাইন- দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, তধু তাই লক্ষ্য করে এই আগুনে ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম।
'আমার পথ' প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ লাইন:
- আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে
- যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়।
- এই পরাবন্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে।
- মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'আমার পথ' প্রবন্ধে বিপথ বলতে লেখক কোন পথকে বুঝিয়েছেন?
'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?'
এখানে কাজী নজরুল ইসলাম 'বাইরের গোলামি' বলতে কাদের গোলামির কথা বুঝিয়েছেন?
দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কী নিয়ে পথে বের হয়েছিলেন?
‘আমার পথ' প্রবন্ধে লেখক কাকে 'দাসত্ব' বলেছেন?