মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা-

DU D 06-07

আবুল মনসুর আহমদ একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক এবং লেখক ছিলেন।

• তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।

• তিনি নবযুগ, ইত্তেহাদ, মোহাম্মদী সহ অনেক বিখ্যাত পত্রিকায় কাজ করেছিলেন।

• আবুল মনসুর আহমদ এর-উপন্যাস সত্য-মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াৎ। ব্যাঙ্গরচনা- আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফর নামা, আসমানী পর্দা জীবনস্মৃতি - আত্মকথা, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, শেরে-বাংলা থেকে বঙ্গবন্ধু ।

মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য টপিকের ওপরে পরীক্ষা দাও