আমার পথ
'আমার পথ' প্রবন্ধে পথপ্রদর্শক কে?
'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল' থেকে সংকলিত হয়েছে। ‘আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এমন এক আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ; সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ । তাই তিনি অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি । আমার পথ দেখাবে আমার সত্য।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আত্মবিশ্বাসী মানুষই সাফল্যের পথে এগিয়ে যান। তিনি অন্যের মত ও পথের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নিজের সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অন্যের উপর নির্ভরতা তার লক্ষ্য নয়। নিজেকে চিনে এবং নিজের বিশ্বাসকে বড় মনে করার মধ্য দিয়েই তিনি কল্যাণকর কিছু করতে পারেন।
'আমার পথ' প্রবন্ধে বিপথ বলতে লেখক কোন পথকে বুঝিয়েছেন?
'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?'
এখানে কাজী নজরুল ইসলাম 'বাইরের গোলামি' বলতে কাদের গোলামির কথা বুঝিয়েছেন?
দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কী নিয়ে পথে বের হয়েছিলেন?