তাহারেই পড়ে মনে

'আমি এখন রিক্ত শূন্য/মন পড়ে রয়েছে তার জন্য।'

উদ্দীপকের 'তার' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন বিষয়কে স্মরণ করায়?

DB 17,RB 17,DRMC 24

• “তাহারেই পড়ে মনে” কবিতায় কবি বসন্তের আগমনে শীতকালের স্মৃতিতে প্রিয়জন হারানোর কথা মনে পরে যায়। শীত চলে যাওয়ার পর বসন্তের আগমনে প্রকৃতিতে নতুনত্ব এলেও কবির মনে শীতের রিক্ততা থেকেই যায়। প্রিয়জনের শূন্যতা ও শীতের রিক্ততার স্মৃতি কবির মনে আরও জোরালোভাবে প্রকাশ পায়। তাই উদ্দীপকের ‘তার’ শব্দটি শীতকে স্মরণ করায়।

তাহারেই পড়ে মনে টপিকের ওপরে পরীক্ষা দাও